এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দুলাল মৃত্যু রহস্য – পুলিশের আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে খুনের তদন্তের পথে সিআইডি

দুলাল মৃত্যু রহস্য – পুলিশের আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে খুনের তদন্তের পথে সিআইডি

বিজেপি কর্মী দুলাল কুমারের রহস্য মৃত্যুর তদন্তে এলো নয়া মোড়। পুলিশ ময়না-তদন্তের রিপোর্ট মোতাবেক প্রাথমিক ভাবে যেটাকে আত্মহত্যা বলেছিলো সিআইডি এখন সেই ঘটনাতেই খুন-অপহরণের মামলা শুরু করার নির্দেশ দিল । উলেখ্য গত ২ রা জুন পুরুলিয়ার ডাভা গ্রামের হাইটেনশন টাওয়ার থেকে বিজেপি কর্মী দুলাল কুমারের  ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই পুরুলিয়ার তৎকালীন পুলিশ সুপার জয় বিশ্বাস এটিকে আত্মহত্যা’র ঘটনা বলে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। আশ্চর্যজনক ভাবেই এই মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই এই পুলিশ সুপারের বদলি হয়। জয় বিশ্বাসের পরবর্তীতে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার পদে সুপার আকাশ মাঘারিয়া দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনিও প্রাক্তন পুলিশ সুপারের সুরেই গলা মিলিয়ে বলেন ময়দা তদন্তের রিপোর্ট মোতাবেক  আত্মহত্যাই দুলাল কুমারের মৃত্যুর প্রকৃত কারণ। জানা যাচ্ছে  বলরামপুর থানার পুলিশ সেই ‘আত্মহত্যার’ তদন্ত শুরু করে খুন ও অপহরণের মামলা দায়ের করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বললেন, ” প্রাথমিক তদন্তের ভার নিয়েছিল সিআইডি। সিআইডি আমাদের খুনের মামলা করে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই কারণেই নতুন করে মামলা শুরু করা হয়েছে।’’ এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসছে সিআইডি কেন ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ আত্মহত্যা জানার পরেও এখন খুনের তদন্ত শুরু করতে বলছে?  এই প্রশ্নের জবাবে জানা গেলো গত ২১ শে জুন দন্তকারী সংস্থার বাঁকুড়া-পুরুলিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার মানিকলাল কার্ফা বলরামপুর থানার ওসিকে চিঠি লিখে জানান, ‘‘যা নির্দেশ পেয়েছি সেই প্রেক্ষিতে দুলাল কুমারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কৃষ্ণপদ কুমারের অভিযোগটি পাঠাচ্ছি। নির্দিষ্ট ধারায় মামলা করে তদন্তের নির্দেশ দিচ্ছি।’’ এদিকে সি আইডি সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। এই ঘটনার প্রসঙ্গে এক সিআইডি আধিকারিক বললেন, দুলালের মোবাইল ফোনটি থেকেও এই হত্যা রহস্যের সূত্র পাওয়া যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!