এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফিরলেন প্রাক্তন মেয়র, ফিরেও কি ফিরলেন দিদির কানন? জোর জল্পনা

ফিরলেন প্রাক্তন মেয়র, ফিরেও কি ফিরলেন দিদির কানন? জোর জল্পনা


বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে জল্পনার শেষ নেই। বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন – এই কথা শুনে তৃণমূলের নেতাদের মধ্যেও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরিস্থিতি সামাল দিতে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং নিজের ঘনিষ্ঠ দূতকে পাঠিয়ে সেই শোভন চট্টোপাধ্যায়কে দলের হয়ে সক্রিয়ভাবে নামানোর বার্তা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল কি!

সূত্রের খবর, মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দর থেকে কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় তাঁর প্রিয় বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে দিল্লী উড়ে যান। আর তারপর থেকেই জল্পনা তৈরি হয় যে এবার অবশেষে হয়ত বা শোভনবাবু বিজেপিতে যোগ দিতে চলেছেন। এমনকি গোটা ঘটনার উপর সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল কড়া দৃষ্টি রেখেছিল। কিন্তু অবশেষে সকলের জল্পনা-কল্পনাকে ম্লান করে দিয়ে ফের দিল্লি থেকে বাংলায় ফিরে আসতে দেখা গেল সেই শোভন চট্টোপাধ্যায়কে। জানা গেছে, 12 ঘন্টার মধ্যেই তারা দিল্লি থেকে ফের কলকাতায় ফিরে এসেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেনই বা এই দিল্লি সফর, আবার কেনই বা দিল্লি থেকে এত তাড়াতাড়ি শোভন চট্টোপাধ্যায় কলকাতায় ফিরে এলেন! বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কিছুদিন ধরেই শোভন চট্টোপাধ্যায়ের দলবদলের জল্পনা রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে ছিল। আর তৃনমূলের এই হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করলে তার সাথে অনেকেই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে নানা মহলে জল্পনা তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতির মাঝেই তার দিল্লী উড়ে যাওয়া অনেকেই রাজনৈতিক কারণ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু সকলের সেই ব্যাখ্যাকে দমিয়ে দিয়ে দিল্লি যাওয়ার 12 ঘন্টার মধ্যেই ফের কলকাতা শোভন চট্টোপাধ্যায়ের ফিরে আসা আসলে সকলের মনে সন্দেহকে আরও দ্বিগুন ভাবে বৃদ্ধি করার শামিল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

একাংশের মতে, বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত শোভন চট্টোপাধ্যায় দিল্লী যাওয়ার পর বাংলার পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। তিনি লক্ষ্য রাখছিলেন যে তার দল তৃণমূল কংগ্রেসের তরফে তার বিরুদ্ধে কোনো বার্তা দেওয়া হয় কিনা! আর তাইতো দিল্লি যাওয়ার 12 ঘন্টার মধ্যেই ফের তিনি বাংলায় ফিরে আসলেন বলেই মনে করছে একাংশ। সব মিলিয়ে সাময়িকভাবে তৃণমূলকে স্বস্তি দিয়ে গেরুয়া শিবিরের উত্তরীয় গলায় না নিয়েই তৃণমূল বিধায়ক হিসেবেই দিল্লি থেকে বাংলায় ফিরে আসলেন শোভন চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!