এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > চাকরির জন্য GK – আজকের বিষয় ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রী

চাকরির জন্য GK – আজকের বিষয় ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রী


আজকাল যে কোন চাকরির পরীক্ষায় জিকে বা জেনারেল নলেজের প্রশ্ন – জেক বলে একেবারে আবশ্যিক। চাকুরীপ্রার্থীরা আশপাশের দুনিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল বা সোজাকথায় কতটা চোখকান খোলা রাখে তা যাচাইয়ের সাধারণ জ্ঞানের প্রশ্নের উপর আস্থা রাখেন চাকুরীদাতারা। আর তাই – আমাদের অসংখ্য বেকার ভাইবোনদের কথা মাথায় রেখে ও তাঁদের অনুরোধে এই বিভাগটি চালু করা হল। একেক দিন একেক বিষয়ের আলোচনা। আজকের বিষয় – ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্ধ্রপ্রদেশ – ওয়াই এস জগনমোহন রেড্ডি
অরুনাচল প্রদেশ – প্রেমা খান্ডু
আসাম – সারবোনন্দা সোনোয়াল
বিহার – নিতিশ কুমার
ছত্তিশগড় – ভূপেশ বাঘেল
দিল্লী – অরবিন্দ কেজরিওয়াল

গোয়া – প্রমোদ সাওয়ান্ত
গুজরাত – ভিজয় রুপানি
হরিয়ানা – মনোহর লাল খাট্টার
হিমাচল প্রদেশ – জয়রাম ঠাকুর
জম্মু ও কাশ্মীর – বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে

ঝারখন্ড – রঘুবর দাস
কর্নাটক – এইচ ডি কুমারাস্বামী
কেরালা – পিনরাই বিজয়ন
মধ্যপ্রদেশ – কমল নাথ
মহারাষ্ট্র – দেবেন্দ্র ফড়নবীশ

মনিপুর – এন বিরেন সিং
মেঘালয় – কোনরাড সঙ্গমা
মিজোরাম – যোরাম থাঙ্গা
নাগাল্যান্ড – নেফিউ রিও
ওড়িশা – নবীন পট্টনায়েক

পুদুচেরী – ভি নারায়নাস্বামি
পাঞ্জাব – অমরিন্দর সিং
রাজস্থান – অশোক গেহলট
সিকিম – প্রেম সিং তামাং
তামিলনাড়ু – এদাপ্পাদি কে পালানিস্বামি

তেলেঙ্গানা – কে চন্দ্রশেখর রাও
ত্রিপুরা – বিপ্লব দেব
উত্তরপ্রদেশ – যোগী আদিত্যনাথ
উত্তরাখন্ড – ত্রিভেন্দ্র সিং রায়াত
পশ্চিমবঙ্গ – মমতা বন্দোপাধ্যায়

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!