এখন পড়ছেন
হোম > জাতীয় > হামলার জেরে গুজরাট ছাড়া 50 হাজার “বহিরাগত” শ্রমিক, ফিরে আসার অনুরোধ রাজ্য সরকারের

হামলার জেরে গুজরাট ছাড়া 50 হাজার “বহিরাগত” শ্রমিক, ফিরে আসার অনুরোধ রাজ্য সরকারের


গুজরাটে কাজ করতে গিয়ে আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের বিভিন্ন রাজ্যের প্রায় 50 হাজার শ্রমিক। কিন্তু কেন এই নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন তাঁরা? প্রসঙ্গত উল্লেখ্য, গত 28 সেপ্টেম্বর গুজরাটের সবরকন্ঠ জেলায় ধর্ষনের শিকার হন 14 মাসের এক শিশুকন্যা। যেক্ষেত্রে অভিযোগ ওঠে এই গুজরাটেই কাজ করতে আসা এক শ্রমিকের বিরুদ্ধে। যার জেরে গ্রেপ্তারও করা হয় সেই অভিযুক্তকে। কিন্তু মূল অভিযুক্ত গ্রেপ্তারের পরও এই ঘটনার পর থেকেই গুজরাটের পাঁচ থেকে ছটি জেলার শ্রমিকের ওপর লাগাতার হামলা চলতে থাকে। মূলত বেশি হামলা হয় মেহসানা,সবরকন্ঠ, গান্ধীনগর, আমেদাবাদ, পাটনার মত জেলাগুলিতে। আর এরপরেই প্রানে বাঁচতে গুজরাট ছেড়ে নিজের রাজ্যে পালিয়ে আসেন প্রায় 50 হাজার শ্রমিক।

জানা গেছে, এদের বেশিরভাগই বাড়ি বিহার এবং উত্তরপ্রদেশে। এদিকে এত শ্রমিক রাজ্য ছাড়ায় প্রবল উদ্বেগ প্রকাশ করে গুজরাটের বিজেপি সরকার। হিংসাত্মক ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেন, “ধর্ষনের ঘটনায় অভিযুক্তের মামলাটি যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি করা যায় তার চেষ্টা চালাচ্ছে রাজ্য।” পাশাপাশি এই ঘটনায় রাজ্যের মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের ওপর হামলার ঘটনায় 450 জনকে আটক করার পাশাপাশি সোশাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করার জন্য 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী এই গন্ডগোল এড়াতে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি কেন্দ্রকেও রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপ সিং জাদেজা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, রাজ্য সরকারকে শ্রমিকদের ওপর এই হামলা আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরকম পদক্ষেপ নেওয়ার কথা বলার পাশাপাশি বিষয়টি নিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সাথে কথাও বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিকে এই ঘটনায় উদ্বেগের সুর শোনা গেছে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের গলায়। গোটা ঘটনার তীব্র সমালোচনা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সব মিলিয়ে এখন হামলার ঘটনায় রাজ্য ছাড়া শ্রমিকদের রাজ্যে ফেরাতে তৎপর গুজরাটের বিজেপি সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!