এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বাড়ি ফেরার পথে অপহৃত হেভিওয়েট তৃণমূল নেতা, ফোনে মোটা টাকা মুক্তিপণ দাবি

বাড়ি ফেরার পথে অপহৃত হেভিওয়েট তৃণমূল নেতা, ফোনে মোটা টাকা মুক্তিপণ দাবি

উত্তর ২৪ পরগণার বসিরহাটের স্বরূপনগর থানার নবাত্‍কাটি গ্রামের তৃণমূল কংগ্রেস নেতার অপহরণ। পরবর্তীতে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি। প্রসঙ্গত গত মঙ্গলবার রাত  ১১টা নাগাদ তৃণমূল কংগ্রেস নেতা আকবর মোল্লা ও তাঁর ছেলে পারভেজ মোল্লা নবাত্‍কাটি থেকে তাদের মুদিখানার দোকান বন্ধ করে যে যাঁর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ঐ পারভেজ মোল্লা লক্ষ্য করে তাদের দোকান থেকে প্রায় ৫০০ মিটার দূরে বেশ অন্ধকারে একটি সাদা রঙের মোটর গাড়ি সঙ্গে নিয়ে কয়েকজন অপরিচিত লোক দাঁড়িয়ে রয়েছেন।

এরপরে পারভেজ মোল্লা বাড়ি ফিরলেও তাঁর বাবা আকবর মোল্লা বাড়ি ফেরেননি। রাত ক্রমশ বাড়তে লাগলে পরিবারের অন্যান্য লোকজনের চিন্তা বাড়তে থাকে। সেইসময়ে পরিবারের লোকজন বাড়ি সংলগ্ন অঞ্চলে খোঁজাখুঁজি শুরু করে আর তখনই পারভেজ মোল্লার  নজরে আসে যেখানে সাদারঙের মোটর গাড়ি দাঁড়িয়েছিলো সেখানে ঐ গাড়ি তো নেইই উলটে সেখানে আকবর মোল্লার বাইক টি পড়ে রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ঐ রাতেই নিখোঁজ আকবর মোল্লার পরিবার স্বরুপনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে ও তার পরে অপহরণের অভিযোগ করে। এরপরের দুদিন অর্থাৎ বুধবার রাত এবং বৃহস্পতিবার সকাল মিলিয়ে দুবার আকবর মোল্লার পরিবারের কাছে অপহরনকারীদের ফোন আসে। অপহরণকারীরা প্রথম ফোনে আকবর মোল্লার ভালো থাকার সংবাদ ও পরের ফোনে মুক্তিপণের দাবী করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে অপহরনকারীদের ফোন নম্বরের সূত্র ধরেই পুলিশ অপহৃত আকবর মোল্লাকে কোথায় রাখা হয়েছে সেই স্থান চিহ্নিত করার চেষ্টা করছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!