এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিধানসভা নির্বাচন – কেমন হল ভোট, ভোট পড়ল কত শতাংশ?

কর্ণাটক বিধানসভা নির্বাচন – কেমন হল ভোট, ভোট পড়ল কত শতাংশ?


দক্ষিণের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে আজ বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ। সারা দেশের নজর এখন কর্ণাটকের দিকে, কেননা ডাককগিনের এই রাজ্যের ফলাফলের উপর নির্ভর করে আগামী বছরের লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে। ভোট পূর্ববর্তী বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, এবারের নির্বাচনে স্পষ্ট ‘বহুমত’ কোনো দলই পাবে না, বিধানসভা হতে পারে ত্রিশঙ্কু। এবারের নির্বাচনে মূল লড়াই হচ্ছে – কংগ্রেস, বিজেপি ও জেডিএসের মধ্যে।

২২৫ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় আজ মোট ২২৩ আসনে ভোটগ্রহণ চলছে। ১ টি আসনে বিধায়ক রাজ্যপালের মনোনীত হন, অপরদিকে নির্বাচনের আগে একটি ফ্লাট থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার হওয়ায় ভোট স্থগিত হয়ে গেছে আরআর জগর কেন্দ্রে, সেখানে নির্বাচন হবে আগামী ২৮ শে মে। এই রাজ্যে মোট ভোটার ৪.৯৮ কোটি মানুষ। বিকেল ৫ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মতের উপর ভোটদান শান্তিপূর্ণই। বিকেল ৫ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৪%, সারাদিন ধরেই উৎসবের মেজাজে ভোটগ্রহণ হয়েছে। কি হতে চলেছে কর্ণাটকের রাজনৈতিক ভাগ্য তা বোঝা যাবে আগামী ১৫ মে, মঙ্গলবার ইভিএম খুললে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!