এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কেমন হচ্ছে বামেদের ডাকা বনধ? কতখানি প্রভাব জনজীবনে?

কেমন হচ্ছে বামেদের ডাকা বনধ? কতখানি প্রভাব জনজীবনে?

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মনোনয়ন পর্বেই রাজ্যজুড়ে ছিল অশান্তির চিত্র। ফলে গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে, বিরোধীদের উপর শাসকদলের আক্রমন নেমে আসছে, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে – এইরকম একগুচ্ছ দাবি নিয়ে আজ ৬ ঘন্টার বাংলা বনধের ডাক দেয় রাজ্য বামফ্রন্ট। আর বামেদের এই ঘোষণার পরেই কড়া প্রতিক্রিয়া জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বামেদের এই কর্মসূচিকে ‘নাটক’ বলে কটাক্ষ করার পাশাপাশি জানিয়ে দেন, বনধ রুখতে সবরকম ভাবে প্রস্তুত সরকার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই বনধ কর্মসূচি নিয়ে সকাল থেকেই বাম কর্মী-সমর্থকদের উৎসাহ দেখা গেলেও, কোনো প্রভাব পড়েনি সাধারণ জনজীবনে। সকাল থেকেই জায়গায় প্রস্তুত পুলিশ বাহিনী, ফলে কলকাতা থেকে জেলা সর্বত্র স্বাভাবিক জনজীবন। পরিবহন স্বাভাবিক, সরকারি দপ্তরও অন্যান্য দিনের মত খোলা, এমনকি কোনো প্রভাব পড়েনি সাধারণ দোকানপাটেও। পুলিশের তরফে বাড়তি ফোর্স মোতায়েন করার পাশাপাশি জায়গায় জায়গায় বসানো হয়েছে পিকেট। পুলিশ-সূত্রে জানানো হয়েছে, যেকোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর জন্য তাঁরা তৈরি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!