এখন পড়ছেন
হোম > অন্যান্য > নিপা ভাইরাসের আতঙ্ক কি এবার খোদ পশ্চিমবঙ্গের বুকেও?

নিপা ভাইরাসের আতঙ্ক কি এবার খোদ পশ্চিমবঙ্গের বুকেও?


দেশজোড়া আতঙ্কের নাম এখন নিপা ভাইরাস। কেরলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসের হানা কি এবার খোদ বাংলার বুকে? গতকাল বহরমপুর থেকে কলকাতার আইডি হাসপাতালে রেফার করা এক রোগীর উপসর্গ দেখে তেমনই আশঙ্কা করছেন চিকিত্‍সকেরা। কিছুদিন আগেই এই ভাইরাসের সমস্ত রকমের উপসর্গ – যেমন জ্বর, তীব্র মাথাব্যথা, ঘাড়ে-পিঠে প্রবল যন্ত্রণা, বমি বমি ভাব নিয়ে কেরালা থেকে থেকে বহরমপুর ফিরেছিলেন শরিফুসল শেখ নামে এক ব্যক্তি। গতকাল, বাড়াবাড়ি হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সমস্ত উপসর্গ দেখে রীতিমত চিন্তিত হয়ে পড়েন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানানো হয়, ওই ব্যক্তির রক্ত ও অন্যান্য দরকারি ডাক্তারি পরীক্ষা কলকাতা ছাড়া সম্ভব নয়, তাই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়। গতকাল রাত পর্যন্ত অবশ্য শরিফুসল শেখের রোগ নির্নয় করা যায় নি। তবে, তাঁকে পর্যবেক্ষনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এই মারণ রোগের প্রকোপ এর আগে দু-দুবার পশ্চিমবঙ্গের বুকে দেখা দিয়েছিল ২০০১ ও ২০০৭ সালে, তখন সেভাবে জানা না গেলেও অন্তত ৫০ জন এই মারণ রোগে মারা যান। নিপা ভাইরাস নিয়ে আতঙ্কের মূল কারণ – এই রোগের কোনো চিকিৎসা বা ওষুধ এখনো আবিষ্কৃত হয় নি, রোগীর পরিচর্চা করা ছাড়া ডাক্তারদের বিশেষ কিছু করার নেই। ফলে চিকিৎসকদল এখন তাকিয়ে শরিফুসল শেখের ডাক্তারি পরীক্ষার রিপোর্টে কি আসে সেদিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!