এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার লিঙ্গায়েতের ছায়া বাংলায়, ঝাড়খন্ড দিশম পার্টির ডাকা বনধে অবরুদ্ধ পুরুলিয়া

এবার লিঙ্গায়েতের ছায়া বাংলায়, ঝাড়খন্ড দিশম পার্টির ডাকা বনধে অবরুদ্ধ পুরুলিয়া


ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, আসামের পাশাপাশি ঝাড়খন্ড দিশম পার্টির ডাকা বনধে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাও কার্যত অবরুদ্ধ। দশ দফা দাবিতে শান্তিপূর্ণ ভারত বনধের ডাক দিয়েছে ঝাড়খন্ড দিশম পার্টি। এই দাবি এর আগেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও উপরোক্ত পাঁচ রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল এবং জানানো হয়েছিল যদি সরকারের তরফে আলোচনায় ডাকা হয় দাবিগুলির সুষ্ঠু সমাধানের জন্য তাহলে বনধ প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু কেন্দ্র বা রাজ্যের তরফে কোনো সাড়া না পেতে অবশেষে শান্তিপূর্ণ বনধের পথেই হাঁটল ঝাড়খন্ড দিশম পার্টি।

আমাদের স্থানীয় সাংবাদিকের পাঠানো খবর অনুযায়ী, সকাল থেকেই কার্যত অবরুদ্ধ পুরুলিয়া, রীতিমত বিপর্যস্ত রেল পরিষেবা। বাতিল হয়েছে বহু ট্রেন, এমনকি যাত্রাপথ পরিবর্তিত হয়েছে অনেক ট্রেনের। পুলিশ-প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বনধ সমর্থনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও এখনও কোনো সমাধান সূত্র বেরোয়নি। নিজেদের দাবিতে অনড় ঝাড়খন্ড দিশম পার্টির সমর্থকেরা।

https://www.youtube.com/watch?v=Gj4ORjaa_HM

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!