এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > পিবি স্পেশাল জবস টিপস – জিকে – আজকের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পিবি স্পেশাল জবস টিপস – জিকে – আজকের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী


আজকের দিনে যে কোন চাকরির পরীক্ষায় সাফল্য লাভ করতে গেলে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন আবশ্যিক। আর তাই, ভবিষ্যতের চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে এবার থেকে আমরা নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সাজিয়ে দেব আপনাদের সামনে।

আপনাদের যদি সাধারণ জ্ঞানের বিশেষ কোন বিষয়ে কোন বিশেষ অনুরোধ থাকে তাহলে সরাসরি আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটস্যাপ নাম্বারে (৯৬৮৬৬ ৭১৩১৭)। আমরা আপ্রাণ চেষ্টা করব – সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকের বিষয় হল – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তাঁদের সময়কাল –
১. প্রফুল্লচন্দ্র ঘোষ (১৫ আগস্ট ১৯৪৭ – ২২ জানুয়ারী ১৯৪৮) – প্রাদেশিক বিধানসভা*

২. বিধানচন্দ্র রায় (২৩ জানুয়ারী ১৯৪৮ – ২৫ জানুয়ারী ১৯৫০) – প্রাদেশিক বিধানসভা

৩. বিধানচন্দ্র রায় (২৬ জানুয়ারী ১৯৫০ – ৩০ মার্চ ১৯৫২) – বাংলা বিধানসভা**

৪. বিধানচন্দ্র রায় (৩১ মার্চ ১৯৫২ – ৫ এপ্রিল ১৯৫৭) – প্রথম বিধানসভা

৫. বিধানচন্দ্র রায় (৬ এপ্রিল ১৯৫৭ – ২ এপ্রিল ১৯৬২) – দ্বিতীয় বিধানসভা

৬. বিধানচন্দ্র রায় (৩ এপ্রিল ১৯৬২ – ১ জুলাই ১৯৬২) – তৃতীয় বিধানসভা

৭. প্রফুলচন্দ্র সেন (৯ জুলাই ১৯৬২ – ২৮ ফেব্রুয়ারী ১৯৬৭) – তৃতীয় বিধানসভা

৮. অজয়কুমার মুখার্জী (১ মার্চ ১৯৬৭ – ২১ নভেম্বর ১৯৬৭) – চতুর্থ বিধানসভা

৯. প্রফুলচন্দ্র ঘোষ (২১ নভেম্বর ১৯৬৭ – ১৯ ফেব্রুয়ারী ১৯৬৮) – চতুর্থ বিধানসভা

১০. রাষ্ট্রপতি শাসন (২০ ফেব্রুয়ারী ১৯৬৮ – ২৫ ফেব্রুয়ারী ১৯৬৯)

১১. অজয়কুমার মুখার্জী (২৫ ফেব্রুয়ারী ১৯৬৯ – ১৬ মার্চ ১৯৭০) – পঞ্চম বিধানসভা

১২. রাষ্ট্রপতি শাসন (১৯ মার্চ ১৯৭০ – ২ এপ্রিল ১৯৭১)

১৩. অজয়কুমার মুখার্জী (২ এপ্রিল ১৯৭১ – ২৮ জুন ১৯৭১) – ষষ্ঠ বিধানসভা

১৪. রাষ্ট্রপতি শাসন (২৯ জুন ১৯৭১ – ২০ মার্চ ১৯৭২)

১৫. সিদ্ধার্থশঙ্কর রায় (২০ মার্চ ১৯৭২ – ৩০ এপ্রিল ১৯৭৭) – সপ্তম বিধানসভা

১৬. রাষ্ট্রপতি শাসন (৩০ এপ্রিল ১৯৭৭ – ২০ জুন ১৯৭৭)

১৭. জ্যোতি বসু (২১ জুন ১৯৭৭ – ২৩ মে ১৯৮২) – অষ্টম বিধানসভা

১৮. জ্যোতি বসু (২৪ মে ১৯৮২ – ২৯ মার্চ ১৯৮৭) – নবম বিধানসভা

১৯. জ্যোতি বসু (৩০ মার্চ ১৯৮৭ – ১৮ জুন ১৯৯১) – দশম বিধানসভা

২০. জ্যোতি বসু (১৯ জুন ১৯৯১ – ১৫ মে ১৯৯৬) – একাদশ বিধানসভা

২১. জ্যোতি বসু (১৬ মে ১৯৯৬ – ৫ নভেম্বর ২০০০) – দ্বাদশ বিধানসভা

২২. বুদ্ধদেব ভট্টাচার্য (৬ নভেম্বর ২০০০ – ১৪ মে ২০০১) – দ্বাদশ বিধানসভা

২৩. বুদ্ধদেব ভট্টাচার্য (১৫ মে ২০০১ – ১৭ মে ২০০৬) – ত্রয়োদশ বিধানসভা

২৪. বুদ্ধদেব ভট্টাচার্য (১৮ মে ২০০৬ – ১৩ মে ২০১১) – চতুর্দশ বিধানসভা

২৫. মমতা বন্দ্যোপাধ্যায় (২০ মে ২০১১ – ২৫ মে ২০১৬) – পঞ্চদশ বিধানসভা

২৬. মমতা বন্দ্যোপাধ্যায় (২৬ মে ২০১৬ – বর্তমান) – ষোড়শ বিধানসভা

*প্রাদেশিক বিধানসভা – দেশভাগের পর বাংলার যে অংশ ছিল তার ৯০ জন বিধায়ককে নিয়ে এই প্রাদেশিক বিধানসভা গঠিত হয়
**বাংলা বিধানসভা – ১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনের আগে পর্যন্ত প্রাদেশিক বিধানসভাকেই বাংলার বিধানসভা হিসাবে মান্যতা দেওয়া হয়

এছাড়াও কিছু গুরুত্ত্বপূর্ন বিষয় হল –
১. সবথেকে বেশিদিন মুখ্যমন্ত্রীত্ত্ব করেছেন জ্যোতি বসু – ২৩ বছর ১৩৭ দিন
২. দ্বিতীয় সর্বোচ্চ মুখ্যমন্ত্রীত্ত্ব করেছেন বিধানচন্দ্র রায় – ১৪ বছর ১৫৮ দিন
৩. পশ্চিমবঙ্গে মোট ৪ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে
৪. জ্যোতি বসু ও বিধানচন্দ্র রায় – দুজনেই সর্বাধিক মোট ৫ বার করে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পথ করেছেন
৫. পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত মোট ৮ জনকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছে – প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুলচন্দ্র সেন, অজয়কুমার মুখার্জী, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!