এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > পিবি স্পেশাল জবস টিপস – জিকে – আজকের বিষয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল

পিবি স্পেশাল জবস টিপস – জিকে – আজকের বিষয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল


আজকের দিনে যে কোন চাকরির পরীক্ষায় সাফল্য লাভ করতে গেলে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন আবশ্যিক। আর তাই, ভবিষ্যতের চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে এবার থেকে আমরা নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সাজিয়ে দেব আপনাদের সামনে।

আপনাদের যদি সাধারণ জ্ঞানের বিশেষ কোন বিষয়ে কোন বিশেষ অনুরোধ থাকে তাহলে সরাসরি আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটস্যাপ নাম্বারে (৯৬৮৬৬ ৭১৩১৭)। আমরা আপ্রাণ চেষ্টা করব – সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজকের বিষয় হল – পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও তাঁদের সময়কাল –

১. চক্রবর্তী রাজাগোপালাচারী (ভারপ্রাপ্ত) – (১৫ আগস্ট ১৯৪৭ – ২১ জুন ১৯৪৮)
২. কৈলাশনাথ কাটজু – (২১ জুন ১৯৪৮ – ১ নভেম্বর ১৯৫১)
৩. হরেন্দ্রকুমার মুখার্জী – (১ নভেম্বর ১৯৫১ – ৮ আগস্ট ১৯৫৬)
৪. ফণীভূষণ চক্রবর্তী – (৮ আগস্ট ১৯৫৬ – ৩ নভেম্বর ১৯৫৬)
৫. পদ্মজা নাইডু – (৩ নভেম্বর ১৯৫৬ – ১ জুন ১৯৬৭)
৬. ধর্ম বীর – (১ জুন ১৯৬৭ – ১ এপ্রিল ১৯৬৯)
৭. দীপনারায়ন সিনহা (ভারপ্রাপ্ত) – (১ এপ্রিল ১৯৬৯ – ১৯ সেপ্টেম্বর ১৯৬৯)

৮. শান্তিস্বরূপ ধাবান – (১৯ সেপ্টেম্বর ১৯৬৯ – ২১ আগস্ট ১৯৭১)
৯. অ্যান্টনি ল্যান্সেট ডায়াস – (২১ আগস্ট ১৯৭১ – ৬ নভেম্বর ১৯৭৯)
১০. ত্রিভুবন নারায়ন সিং – (৬ নভেম্বর ১৯৭৯ – ১২ সেপ্টেম্বর ১৯৮১)
১১. ভৈরব দত্ত পান্ডে – (১২ সেপ্টেম্বর ১৯৮১ – ১০ অক্টোবর ১৯৮৩)
১২. অনন্তপ্রসাদ শর্মা – (১০ অক্টোবর ১৯৮৩ – ১৬ আগস্ট ১৯৮৪)
১৩. সতীশ চন্দ্র (ভারপ্রাপ্ত) – (১৬ আগস্ট ১৯৮৪ – ১ অক্টোবর ১৯৮৪)
১৪. উমাশঙ্কর দীক্ষিত – (১ অক্টোবর ১৯৮৪ – ১২ আগস্ট ১৯৮৬)

১৫. সৈয়দ নুরুল হাসান – (১২ আগস্ট ১৯৮৬ – ২০ মার্চ ১৯৮৯)
১৬. টিভি রাজেশ্বর – (২০ মার্চ ১৯৮৯ – ৭ ফেব্রুয়ারী ১৯৯০)
১৭. সৈয়দ নুরুল হাসান – (৭ ফেব্রুয়ারী ১৯৯০ – ১২ জুলাই ১৯৯৩)
১৮. বি সত্যনারায়ণ রেড্ডি (অতিরিক্ত দায়িত্ত্ব) – (১৩ জুলাই ১৯৯৩ – ১৪ আগস্ট ১৯৯৩)
১৯. কেভি রঘুনাথ রেড্ডি – (১৪ আগস্ট ১৯৯৩ – ২৭ এপ্রিল ১৯৯৮)
২০. এ আর কিদোয়াই (অতিরিক্ত দায়িত্ত্ব) – (২৭ এপ্রিল ১৯৯৮ – ১৮ মে ১৯৯৯)
২১. শ্যামলকুমার সেন (ভারপ্রাপ্ত) – (১৮ মে ১৯৯৯ – ৪ ডিসেম্বর ১৯৯৯)

২২. বীরেন জে শাহ – (৪ ডিসেম্বর ১৯৯৯ – ১৪ ডিসেম্বর ২০০৪)
২৩. গোপালকৃষ্ণ গান্ধী – (১৪ ডিসেম্বর ২০০৪ – ১৪ ডিসেম্বর ২০০৯)
২৪. দেবানন্দ কোনোয়ার (অতিরিক্ত দায়িত্ত্ব) – (১৪ ডিসেম্বর ২০০৯ – ১৯ ডিসেম্বর ২০০৯)
২৫. এমকে নারায়ণন (ভারপ্রাপ্ত) – (১৯ ডিসেম্বর ২০০৯ – ১ জানুয়ারী ২০১০)
২৬. এমকে নারায়ণন – (১ জানুয়ারী ২০১০ – ৩০ জুন ২০১৪)
২৭. ডি ওয়াই পাটিল (ভারপ্রাপ্ত) – (৩০ জুন ২০১৪ – ১৭ জুলাই ২০১৪)
২৮. কেশরীনাথ ত্রিপাঠি – (১৭ জুলাই ২০১৪ – বর্তমান)

এছাড়াও কিছু গুরুত্ত্বপূর্ন বিষয় হল –
১. রাজ্যের একমাত্র মহিলা রাজ্যপাল – পদ্মজা নাইডু
২. সবথেকে বেশিদিন রাজ্যপাল হিসাবে দায়িত্ত্ব সামলেছেন – পদ্মজা নাইডু
৩. সবথেকে কমদিন রাজ্যপাল হিসাবে দায়িত্ত্ব সামলেছেন – ফণীভূষণ চক্রবর্তী
৪. একাধিকবার রাজ্যপালের দায়িত্ত্ব সামলেছেন – সৈয়দ নুরুল হাসান
৫. ভারপ্রাপ্ত ও পূর্ণাঙ্গ – দুভাবেই রাজ্যপাল হিসাবে দায়িত্ত্ব সামলেছেন – এমকে নারায়ণন

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!