এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি সামনের নির্বাচনে তৃণমূলের জোটের তালিকায় সিপিআইএমও

তবে কি সামনের নির্বাচনে তৃণমূলের জোটের তালিকায় সিপিআইএমও

বৃহস্পতিবার নোয়াপাড়া উপনির্বাচনে কড়া টক্কর দিয়ে বিজেপিকে পরাজিত করবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এখন শোনা যাচ্ছে জোটের সুর।অনেকের বক্তব্য কেবলমাত্র রাজ্য ছাড়াই নয় দেশ থেকে মুছে দিতে চাইছেন বিজেপির অস্তিত্ব।আর তার জন্যই এদিন মুখ্যমন্ত্রী ‘ওয়ান ইজ টু ওয়ান’এর বার্তা দেন।এই আহ্বান নিয়ে অনেকের প্রশ্ন,তাহলে কি বিজেপিকে পরায়স্থ করবার জন্য বর্তমান রাজ্য শাসকদল প্রাক্তন শাসকগোষ্ঠীর সঙ্গে জোট বাঁধবেন এবার? যদিও এখনো পর্যন্ত কোনো দলের নামই স্পষ্ট করে বলেননি মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত এদিন সোনিয়া গান্ধীর ফোন আসার পর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট গুরুত্ব বর্তাচ্ছে।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’বিজেপিকে হারাতে বিরোধী বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে যে রাজনৈতিক দল শক্তিশা্লী, সেখানে সেই দলকে সমর্থন করতে হবে। তাহলেই একের বিরুদ্ধে এক লড়াইয়ের ফর্মুলা তৈরি হওয়া কোনও শক্ত ব্যাপার হবে না। বড় দলকে এই কথাটা মাথায় রাখতে হবে।’একদিকে কংগ্রেস অন্যদিকে সিপিএম।তৃণমূল পরবর্তীকালে কার সাথে নিজেদের গাঁটছড়া বাঁধবেন অথবা নিজেরা একাই ভোটযুদ্ধে নামবেন তা নিয়ে সমালোচনার সুর এখন তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!