এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বৃষ্টির রেশ কেটে আলো ঝলমল করতেই বড় বার্তা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের

বৃষ্টির রেশ কেটে আলো ঝলমল করতেই বড় বার্তা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের


শুরু হয়ে গেছে বঙ্গ জীবনের সর্ববৃহৎ উৎসব – দুর্গাপুজো। সারা বছরের সব সমস্যা, সব দুঃখ-কষ্ট ভুলে আপামর বাঙালি মেতে ওঠেন এই শারোদোৎসবে। কিন্তু, এবছর পুজোর আগে হঠাৎ করে ঘূর্ণিঝড় ‘তিতলির’ আগমনে সব হিসেবে যেন ওলোট-পালট হয়ে যাচ্ছিল। একদিকে মুখভার উৎসব-প্রিয় বাঙালির, অন্যদিকে কপালে চিন্তার ভাঁজ পুজো-কর্তাদের। কিন্তু, শক্তিক্ষয় করে ঘূর্ণিঝড় তিতলির প্রভাব-মুক্ত হতে চলেছে দুর্গাপুজোর কটা দিন – আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচছেন যেন সকলে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর, এই দুর্যোগের ভ্রুকুটি সরিয়ে রোদ ঝলমলে শর্তের আকাশ সামনে আসতেই কিছুটা যেন নস্টালজিক হয়ে পড়লেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের মুখেই বলে থাকেন, আগে তিনি অভিনেতা তারপরে রাজনীতিবিদ। আর, স্বাভাবিকভাবেই নিজের অভিনয় সত্ত্বার জন্যই তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ। এদিন সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও-বার্তা দেন এই মুহূর্তে বঙ্গ-বিজেপির অন্যতম পোস্টার-বয় জু ব্যানার্জি, আর সেখানেই নতুন করে ফুটে ওঠে তাঁর সেই সংবেদনশীল মুখ।

সবাইকে পুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে নস্টালজিক অভিনেতা থেকে জননেতা হয়ে ওঠা জয় বন্দ্যোপাধ্যায় স্মৃতির স্মরণী বেয়ে ফিরে যান ৮-১০ বছর আগের এরকমই এক বৃষ্টিস্নাত পুজোর মরশুমে। সেখানে, বন্ধুদের নিয়ে পুজো-দর্শনে গিয়ে জানতে পারেন-উপলব্ধি করেন সাধারণ খেতে খাওয়া গরিব মানুষদের নিদারুন কাহিনী। পুজোর বৃষ্টিতে রুটি-রুজি ভেসে যাওয়া অসহায় মানুষগুলির করুন কাহিনী কাঁপিয়ে দেয় সেলিব্রিটি জয় বন্দ্যোপাধ্যায়কে। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন – এই ধরনের খেতে খাওয়া গরিব মানুষগুলির রুটি-রুজিকে এইভাবে ভাসিয়ে না দিতে। আর সেই অজানা কাহিনীই ফুটে উঠল তাঁর এই ভিডিও-বার্তায়। কি বললেন বাংলা রূপোলি জগতের এক সময়ের হার্টথ্রব? দেখে নিন নীচের ভিডিওতে –

https://www.youtube.com/watch?v=P-dVqOROFyg

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!