এখন পড়ছেন
হোম > রাজ্য > খাদ্য সাথী প্রকল্প আসলে কার ?দ্বন্ধে জনগণ

খাদ্য সাথী প্রকল্প আসলে কার ?দ্বন্ধে জনগণ


খাদ্য সাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সংঘাতে জড়িয়ে পড়ল কেন্দ্রের সঙ্গে। এই প্রকল্পে তদারকি নিয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।গত ১০ ফেব্রুয়ারি রাজ্যের খাদ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় সরকারের তরফে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে স্পষ্টতই বলা হয়েছে রাজ্য কীভাবে খাদ্যসাথী প্রকল্পের কাজ পরিচালনা করছে তা পর্যালোচনা করার জন্যে কেন্দ্রের নিযুক্ত এক বেসরকারি সংস্থাকে সমীক্ষা রিপোর্ট প্রস্তুতের কাজে বহাল করা হবে। এই ঘটনার পর অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী বলেন,“রাজ্যের কোনও প্রকল্পে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্র।”যদিও কেন্দ্রের দাবি যে ৬০ শতাংশ টাকা তারা দিচ্ছে এত প্রকল্পের জন্য আর বাকি ৪০ শতাংশ টাকা দিচ্ছে রাজ্য। তাই তাদের এই নিয়ে জানার অধিকার আছে কিন্তু রাজ্য বলছে পুরো ১০০ শতাংশ টাকাই তারা দিচ্ছে। আর এই নিয়েই চিঠি পাঠানো হয়েছে নবান্ন থেকে কেন্দ্রে। তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে বেসরকারি সমীক্ষক পাঠিয়ে কেন্দ্রের এই তদারকি রাজ্য সরকার মানবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!