এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয়াঙ্কাকে চকলেটের সাথে তুলনা করে বিতর্ক বাড়ালেন কৈলাশ বিজয়বর্গীয়

প্রিয়াঙ্কাকে চকলেটের সাথে তুলনা করে বিতর্ক বাড়ালেন কৈলাশ বিজয়বর্গীয়


দীর্ঘ জল্পনা শেষে সম্প্রতি বোন প্রিয়াঙ্কা গান্ধীকে রাজনীতির ময়দানে নামিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। আর এই প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে নামার সাথে সাথেই তাঁকে কেন্দ্র করে বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে কাটা হচ্ছে টিপ্পনী। আর এই টিপ্পনি কাটার একদম প্রথম সারিতে রয়েছেন কেন্দ্রের শাসক দল বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই গত শুক্রবার বিহারের বিজেপি মন্ত্রী বিনোদ নারায়ন ঝাঁ কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ করে বলেছিলেন, “প্রিয়াঙ্কা সুন্দর। কিন্তু ওর মধ্যে কোনো রাজনৈতিক পারদর্শিতা নেই। তাই এতে কংগ্রেস কোনো সুবিধা করতে পারবে না।”

আর এই ঘটনার পরই বিজেপি মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। কেন একজন মহিলা রাজনীতিতে নামার সাথে সাথেই তাঁকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হবে তা নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাল্টা পথে নামে কংগ্রেসও। কিন্তু প্রিয়াঙ্কা ইস্যুতে তাঁরা যে মুখ খুলবেই তা ফের প্রমান করে দিল বিজেপি। তাই তো বিহারের বিজেপি মন্ত্রী বিনোদ নারায়ন ঝাঁর পর এবার কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে পদার্পণ নিয়ে মুখ খুললেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এ ষদিন রাজধানীতে বিজেপির কৈলাস বিজয়বর্গীয় বলেন, “কংগ্রেসের কাছে নেকার অভাব রয়েছে। তাই ভোটে জিততে চকলেট ব্যক্তিত্ব প্রিয়াঙ্কাকে সামনে আনা হচ্ছে। আর এতেই বোঝা যাচ্ছে যে মোদিজীর সঙ্গে লড়াইয়ে ওদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে।”

অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ভোটে দাঁড়ানোর কথা শোনা গেলেও এদিন সেই বিষয়টিকে তুলে ধরে হাত শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির এই হেভিওয়েট নেতা। তবে এসব কিছুকে ছাপিয়ে গিয়ে বিজেপির কৈলাস বিজয়বর্গীয় এদিন কংগ্রেসের তরফে সদ্য রাজনীতিতে নামা প্রিয়াঙ্কা গান্ধীকে “চকলেট ব্যক্তিত্ব” বলে অভিহিত করা হয় তীব্র বিতর্ক শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

বিশেষজ্ঞদের মতে, রাজনীতি রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়েই চলবে এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে কেন একজন মহিলা রাজনীতিতে নামার সাথে সাথেই তাকে উদ্দেশ্য করে এহেন মন্তব্য করা হবে! তাহলে কি বিজেপি নেতারা কংগ্রেসের উদ্দেশ্যে তাঁদেরকে ভয় পাওয়ার যে কথা বলছেন সেটাই সেই গেরুয়া শিবিরের উদ্দেশ্যেই কাজ করছে! প্রশ্নটা থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!