এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে জোটে ধাক্কা,প্রশ্ন উঠছে সরকার টিকবে তো ?

কর্নাটকে জোটে ধাক্কা,প্রশ্ন উঠছে সরকার টিকবে তো ?


কর্ণাটক রাজ্যে নব গঠিত কংগ্রেস এবং জেডিএস জোট সরকারের মেয়াদ এক সপ্তাহও গড়ালো না এরমধ্যেই রাজ্যে বিভিন্ন দফতরে মন্ত্রীত্ব বন্টনের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে। রবিবার বেঙ্গালুরুতে মন্ত্রিত্ব বণ্টন প্রসঙ্গে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী তথা জেডিএস দলের সদস্য এইচ ডি কুমারস্বামী বললেন ,”কংগ্রেসের সঙ্গে মন্ত্রিত্ব নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে, তাই এখনও মন্ত্রিত্ব বণ্টন সম্ভব হয়নি। ” পাশাপাশি তিনি ও জানিয়েছেন যে, “এই সমস্যার জন্য সরকার পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই । ”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সাথে তিনি এদিন দাবি করলেন কংগ্রেসের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের সাথে আলাপ আলোচনার মাধ্যমে শীঘ্রই দফতর বন্টনের জন্যে তৈরী হওয়া যাবতীয় জটিলতার নিষ্পত্তি হবে। সূত্রের খবর অনুয়ারী প্রাথমিক পর্যায়ে রাজ্যে জোট সরকারের আসন অনুপাতের চিত্রটি ছিলো কিছুটা এইরকম, ৩৪ সদস্যের মন্ত্রীসভায় ২২ টি মন্ত্রী পদ পাবে কংগ্রেস এবং বাকি ১২ টি জেডিএস পাবে। কিন্তু জানা যাচ্ছে জেডিএস তাদের নির্ধারিত আসনের সব কটিতেই গুরুত্ব পূর্ণ দফতরগুলি দাবি করছে। অন্যদিকে আসনের নিরিখে সংখ্যা গরিষ্ঠ কংগ্রেসের মতে তারা সংখ্যা জেডিএস অনুপাতে সংখ্যায় বেশি হওয়ার কারণে সরকারের গুরুত্বপূর্ণ দফতর গুলির পরিচালনভার তাদের হাতেই থাকুক। তবে এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানিয়েছেন দলীয় স্বার্থের বাইরে গিয়ে তিনি সব সমস্যার সমাধান করবেন।আর এই সব নিয়েই ক্ষুব্ধ কর্ণাটকের জেতা কংগ্রেস বিধায়করা। জোটকে বাঁচিয়ে রাখতে তারা কিছু কিছু ক্ষেত্রে স্বার্থত্যাগ করতে রাজি থাকলেও সব কিছুই ছাড়তে নারাজ বলে সূত্রের খবর। আর তাই রাজনৈতিকমহল জোটের স্থায়িত্ত্ব নিয়েও প্রশ্ন তুলছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!