এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে আবার জোটসঙ্গী কংগ্রেসকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে দিলেন কুমারস্বামী

কর্নাটকে আবার জোটসঙ্গী কংগ্রেসকে চূড়ান্ত অস্বস্তিতে ফেলে দিলেন কুমারস্বামী


রাজ্যের মানুষের সিদ্ধান্তে নয় দলীয় আপোষে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব লাভ করেছেন তিনি। এই আপোষের পিছনে একমাত্র উদ্দেশ্য ছিলো গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করা। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর থেকেই আবে ভাবে না উপায়েই একথা জানান দিচ্ছেন কর্ণাটক কংগ্রেস এবং জেডিএস জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এদিন রাজ্যের কৃষক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে নিজের ব্যক্তিগত ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বললেন, ” মানুষের আশীর্বাদ ছাড়া, রাহুল গান্ধীর আশীর্বাদে আমরা ক্ষমতায় রয়েছি। আমি কোনও ইস্যুতে কংগ্রেসকে বোঝাতে পারি। তবে সিদ্ধান্ত নিতে পারি না। কংগ্রেস চাইলে তবেই অনুমোদন করতে পারি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নির্বাচনের আগে তিনি কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে তাঁর দল কৃষক ঋণ মুকুব করবে। কিন্তু যেহেতু তিনি জোটের মুখ্যমন্ত্রী তাই তাঁর একার সিদ্ধান্তে কোনো সরকারী পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। কংগ্রেসের সাথে আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষেত্রেই জোটের কথা উল্লেখ করে সরকারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টালবাহানার স্বীকারোক্তি নিন্দেহেই জোটের ওপর প্রভাব ফেলবে। যা ইঙ্গিত করছে রাজ্যের জোট সরকারের স্থায়িত্বের দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!