এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চিটফান্ডের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা আদালতের, খুশির হাওয়া আমানতকারীদের

চিটফান্ডের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা আদালতের, খুশির হাওয়া আমানতকারীদের

চিটফান্ডের টাকা ফেরত পেতে চলেছেন অ্যালকেমিস্টের আমানতকারীরা। আপাতত এই খরব প্রকাশ্যে আসায় খুশির জোয়ারে ভাসলো আমানতকারী সংগঠন। এক গুরুত্ত্বপূর্ন রায়ে কোলকাতা হাইকোর্ট জানাল যে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। আগামী সপ্তাহের সোমবার থেকেই আমানতকারীদের বাড়িতে চিঠি পাঠানোর কাজ শুরু করা হবে। আর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ২ জুলাই থেকে। প্রত্যেকদিন ২৫০ জনের হাতে চেক তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এসপি তালুকদারদের উপর।

প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিলো ২০১৩ সালে, যে ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায় ক্ষুব্ধ জনসাধারণ ও শীর্ষ আমলাদের ভিতর। আমানতদারীদের লগ্নি করা টাকা ফেরত পাইয়ে দিতে সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্যামল সেনেরর নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছিলেন। কিন্তু তারপরেই মামলাটি খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয় সিবিআই-এর উপর। ফলে তদন্ত চলাকালীন লগ্নির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ার স্থগিত হয়ে যায়। এরপর চিটফাণ্ডে আমানতকারীরা ফের একবার হাইকোর্টের দোরগোড়ায় নিজেদের আর্জি নিয়ে হাজির হন, দাবি জানান সংস্থার সম্পত্তি বিক্রি করে তাঁদের প্রাপ্ত টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। কোলকাতা হাইকোর্ট তাঁদের দাবীর উপর ভিত্তি করে অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া আমানতকারীদের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!