এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বামেদের ব্রিগেডের চমক চমকই থেকে গেল, এলেন না কানহাইয়া কুমার

বামেদের ব্রিগেডের চমক চমকই থেকে গেল, এলেন না কানহাইয়া কুমার

বামেদের আজকের কোলকাতার ব্রিগেড সমাবেশে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা জেএনইউয়ের প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমারের উপস্থিতি নিয়ে প্রবল উৎসাহ ছিল বামেদের নেতাকর্মীদের মধ্যে। যা নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় সে ব্রিগেড সমাবেশকে সার্থক করতে তীব্র প্রচারও জানানো হয়েছিল। আর এহেন তরুণ তুর্কিকে ব্রিগেডের মঞ্চে হাজির করিয়ে প্রতিবাদী কন্ঠকে মেলে ধরতে আশাবাদী ছিল রাজ্যের বাম নেতারাও।

একদা রাজ্যের শাসকের স্থানে থাকা আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা এখন একের পর এক নির্বাচনে এই রাজ্যে পর্যুদস্ত হতে শুরু করেছে। ভাঙ্গন ধরেছে সংগঠনে। তাই সেই দিক থেকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্রিগেড সমাবেশ করে এবং সেই সমাবেশে প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারকে সেই বক্তব্য রাখিয়ে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে আপ্রাণ চেষ্টা করছেন বাম নেতারা।

কিন্তু শেষ পর্যন্ত বামেদের সেই সমস্ত আশায় জল ঢেলে দিয়ে শারীরিক অসুস্থতার কারণে কলকাতায় বামেদের এই ব্রিগেড সমাবেশে আসা বাতিল করলেন কানহাইয়া কুমার। পিটিআই সূত্রের খবর, শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এবং প্রচণ্ড কুয়াশার কারণে তাঁর বঙ্গ সফরের উড়ান বাতিল করা হয়েছে। আর তাই তিনি এই ব্রিগেড সমাবেশে আসতে পারছেন না। বামেরা যতবারই ব্রিগেড সমাবেশ করেছে তার বেশিরভাগেই উপস্থিত থাকতে দেখা গেছে পোড়খাওয়া নেতা তথা প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার শারীরিকভাবে অসুস্থতার কারণে সেই বুদ্ধবাবু কতটা হাজির থাকতে পারবেন তা নিয়েও তীব্র ধন্দ তৈরি হয়েছিল। আর তাই সেদিক থেকে মুখ রক্ষার জন্য প্রতিবাদী ছাত্র নেতাকে নিজেদের মঞ্চে হাজির করাতে চেয়েছিল বামেরা। কিন্তু শেষ পর্যন্ত সেই কানহাইয়া কুমারও এই ব্রিগেড সমাবেশে না আসায় প্রবল সমস্যায় পড়েছিল বামেরা।

তবে শেষ পর্যন্ত চিকিৎসকের অনুমতি নিয়ে সেই সমাবেশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাজির হলে কিছুটা মুখরক্ষা হয় বামেদের। তবে এই সমাবেশের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা কানহাইয়া কুমার উপস্থিত না হওয়ায় সেই প্রতিবাদী ছাত্রনেতাকে দেখতে আসা বাম নেতা-কর্মীদের একাংশের গলায় শেষ বেলায় শোনা গেছে তীব্র আক্ষেপের সুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!