এখন পড়ছেন
হোম > জাতীয় > লকেট-ভারতীর মত নব-নারীশক্তিতে ভর করে বিজেপির নারীদিবসে অনন্য শহীদ -সম্মান

লকেট-ভারতীর মত নব-নারীশক্তিতে ভর করে বিজেপির নারীদিবসে অনন্য শহীদ -সম্মান


এবার লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশপ্রেমের আবেগকে কাজে লাগানোর সুবর্ণ সুযোগ পেল বিজেপি। আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতেও শহীদ পরিবারগুলোকে শামিল করে মাস্টারস্ট্রোক দিল গেরুয়াশিবির। নারী দিবসের দিন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুরলিধর লেনে রাজ্য বিজেপির দপ্তর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের পর পুলওয়ামার শহীদ পরিবারকে সম্মান জানানোর পরিকল্পনা ছিল মহাজাতি সদনে।

সেটা জানিয়েই আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁদের। কিন্তু মিছিল শেষের পর মহাজাতি সদনে কোনো অনুষ্ঠানের নামগন্ধ চোখে পড়ল না। তার বদলে শহীদদের পরিবারের সদস্যদের রাজ্য বিজেপির দপ্তরেই সম্মান জানানোর ব্যবস্থা করা হল।

প্রসঙ্গত,৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজ্য বিজেপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিত শুরু হয় দুপুর ২ টো নাগাদ। মুরলীধর লেনের পার্টি অফিস থেকে শুরু করে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিলে মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হাঁটলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া আইপিএস ভারতী ঘোষ-সহ মহিলা মোর্চার সদস্যরা। নারী দিবসের এই বিশেষ কর্মসূচিতে পুলওয়ামা হামলায় দুই শহীদ পরিবারকেই সম্মান প্রদানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শহীদ জওয়ান বাবলু সাঁতরা এবং শহীদ বিনয়প্রসাদ মিত্রের পরিবার এসেছিলেন সেই আমন্ত্রণ রক্ষা করতে। শহীদ বাবলু সাঁতরার পরিবার থেকে এসেছিলেন বাবলু সাঁতরার মা বনমালা দেবী,দিদি ভগবতী বিশ্বাস। অন্যদিকে,হাওড়ার ডবসন রোডেী শহীদ বিনয়প্রসাদ মিত্রের স্ত্রী বিদ্যা ছোট্ট মেয়ে বন্যাকে নিয়ে পৌছান বিজেপির রাজ্য দপ্তরে। মহাজাতও সদনে এই সম্মান প্রদানের অনুষ্ঠান হওয়ার থাকলেও অনুষ্ঠানটি সম্পন্ন হল রাজ্য বিজেপির মুরলীধর লেনের অফিসে।

তবে শহীদদের পরিবার এটা করে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলেন না বলেই সাফ জানিয়ে দিয়েছে। তাঁরা বিজেপির মিছিলে অংশগ্রহণ করতে আসনি,এসেছে শুধুই আমন্ত্রণ রক্ষা করতে। এমনটাও জানিয়ে দেয়। বিজেপির সদর কার্যালয়ে তাঁদের নিয়ে যাওয়ার কর মানপত্র এবং শাল দিয়ে সম্মান জানানো হয়। শহীদদের সম্মানে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির কর্মকর্তারা।

রাজনৈতিকমহলের একাংশের মতে, যেহেতু সামনেই লোকসভা ভোট। তাই শহীদদের পরিবারকে সম্মান প্রদর্শন করে দেশবাসীর ভাগাবেগকেই জাগিয়ে তুলতে চাইল বিজেপি। এভাবে জনসমক্ষে দেশপ্রেমের ভাবমূর্তি তুলে ধরে আমজনতার মনে বাড়তি জায়গা করে নিতে চাইছিল বিজেপি। তবপ শহীদ পরিবার রাজনীতির সমর্থনে কোনো কথা না বলায় বিজেপির পরিকল্পনা মাঠে মারা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!