এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভা ভোটে “স্টাইলেই” তৃণমূলে হবে সাতদফায় ভাঙন, পরের দফায় “টার্গেট” ছয় – স্পষ্ট করলেন মুকুল

লোকসভা ভোটে “স্টাইলেই” তৃণমূলে হবে সাতদফায় ভাঙন, পরের দফায় “টার্গেট” ছয় – স্পষ্ট করলেন মুকুল

বাংলায় এবার সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর এই সাত দফা নির্বাচনের শেষে শাসক দল তৃণমূল এই রাজ্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যেখানে গত 2014 সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে 34 টি আসন পেয়েছিল তৃণমূল, সেখানে এবার তারা 22 এর কোটা পার করতে পারেনি।

অন্যদিকে বিজেপি গতবার দুটি আসন পেলেও এবারে তারা বাংলায় অভূতপূর্ব ফল করেছে। এই রাজ্য থেকে এবার তাদের দখলে এসেছে 18 টি আসন। আর এই সাত দফা নির্বাচনে এই রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর এবার সেই সাত দফাতেই সেই তৃণমূলকে ভাঙ্গার ইঙ্গিত দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আর যা নিয়ে এখন উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

বস্তুত, লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপি নেতা মুকুল রায় দাবি করে আসছিলেন যে, লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক, নেতা-মন্ত্রীরা বিজেপিতে যোগদান করবেন। আর মুকুলবাবুর এই দাবিকে সত্যি করে মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তৃণমূলের একগুচ্ছ কাউন্সিলার এবং বেশ কয়েকজন বিধায়ককে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিতে দেখা গেল।

এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। আর তার পাশাপাশি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য এবং হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ও এদিন বিজেপিতে যোগদান করেন। শুধু তাই নয়, তৃণমূলের দখলে থাকা কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়ার মত পৌরসভার অধিকাংশ কাউন্সিলরও এদিন পদ্ম শিবিরে পা বাড়ান। আর দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যখন তৃণমূল ছেড়ে অধিকাংশ কাউন্সিলার এবং বিধায়করা বিজেপিতে যোগদান করছেন, ঠিক তখনই ভবিষ্যতে তৃণমূলকে ভাঙ্গানোর কথা শোনা গেল বিজেপির হেভিওয়েট নেতাদের গলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “আগামী জুন মাস থেকে শাসকদলের বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার লাইন পড়ে যাবে। বাংলায় যেভাবে 7 দফায় ভোট হয়েছে, তেমনই 7 দফায় বিধায়করা বিজেপিতে যোগ দেবেন। শনিবার দ্বিতীয় দফায় পরবর্তী ভাঙ্গন ধরবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে থেকেই বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায় তৃণমূল ছেড়ে অনেক হেভিওয়েট নেতারা বিজেপিতে যোগদান করবেন বলে মন্তব্য করায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছিল। আর নিজের দাবিকে সত্যি করে গতকাল প্রথম দফায় রাজ্যের বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলরদের এবং নিজের পুত্র সমেত তৃণমূলের বিধায়ককে বিজেপিতে যোগদান করিয়ে শাসকদলকেই যেন মাস্টারস্ট্রোক দিলেন মুকুলবাবু।

শুধু তাই নয়, রাজ্যে সাত দফার ভোটে যেভাবে তৃণমূল ধ্বসে পড়েছিল, ঠিক সেই একইভাবে আগামী সাত দফায় একই পর্যায়ে দলবদলের প্রক্রিয়া চলবে এবং যত দিন এগোবে তৃণমূলের হেভিওয়েট নেতা বিধায়কদের বিজেপিতে যোগদানের হিড়িক তত বাড়বে বলেও এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়েরা।

তবে শেষ পর্যন্ত প্রথম দফায় তৃণমূলকে ভাঙ্গানোর পর দ্বিতীয় দফায় আগামী 1 জুন দিল্লির বিজেপি দপ্তরে ঠিক কি চমক থাকে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!