এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদায় তৃণমূল শীর্ষনেতার সহযোগী খুন, গত একমাসে খুন হলেন তৃতীয় তৃনামল নেতা

মালদায় তৃণমূল শীর্ষনেতার সহযোগী খুন, গত একমাসে খুন হলেন তৃতীয় তৃনামল নেতা

বিগত এক মাসের মধ্যে খুন হলেন রাজ্যের তৃতীয় তৃণমূল নেতা। এদিন মালদহের কালিয়াচক থানার সুজাপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের ব্লক পর্যবেক্ষকের ঘনিষ্ঠ সহযোগী খুনের অভিযোগ উঠলো। পেশায় প্লাস্টিক ব্যবসায়ী মৃত ব্যক্তির নাম ভেজারু শেখ। তিনি মালদহর কালিয়াচক-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হাজি কেতাবুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী পরিচিত ছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এলাকার স্থানীয় অধিবাসী মারফত জানা গেছে বৃহস্পতিবার সকালে স্কুলপাড়া মোড়ে তাঁর মৃতদেহ দেখতে পাওয়া যায়। তৎক্ষনাৎ কলাইয়াচক থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের পরে প্রাথমিক তদন্তে দেখা যায় মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই বলেই জানিয়েছেন এলাকার তৃণমূল নেতা হাজি কেতাবুদ্দিন। তাঁর ধারণা ব্যবসা সংক্রান্ত বিবাদে এই খুন। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যবসায়ী কলকাতা যাওয়ার উদ্দেশে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল। পরে তিনি বাড়িতে ফোন করে জানান তিনি কলকাতা যেতে পারেন নি। অবশ্য মৃতের ঘনিষ্ঠ জনেরা দাবি করেছে স্থানীয় বুলি বিবির কাছে ওই ব্যবসায়ী দু’লক্ষ টাকা পেতেন। সেই টাকা ফেরত নিয়ে এদিন রাতে তিনি বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন। রাতে তিনি বাড়ি ফেরেননি। তা নিয়ে চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। পরদিন সকালেই ভেজারু শেখের মৃত্যুর খবর আসে। পুলিশ এই খুনের বিষয়ে তদন্ত করছে । খোঁজ চলছে এটা রাজনৈতিক হত্যা নাকি শুধুই ব্যবসা সংক্রান্ত বিবাদে প্রাণনাশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!