এখন পড়ছেন
হোম > রাজ্য > পরিকাঠামো উন্নয়নে 18000 কোটি টাকা অনুমোদন রাজ্যে

পরিকাঠামো উন্নয়নে 18000 কোটি টাকা অনুমোদন রাজ্যে

এ যেন মেঘ না চাইতেই জল। রবিবার ছিল ছুটির দিন। আর সেই ছুটির দিনেই রাজ্যবাসীকে রাজ্যের উন্নয়নের এক সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী শুক্রবার রাজ্যে বিনিয়োগ টানতে চীন সফরে যাওয়ার আগে রবিবার ফেসবুক পেজে তিনি লিখেছেন, “পরিকাঠামো উন্নয়নে বাংলা এগিয়ে চলেছে। তাই রাজ্যের পরিকাঠামো খাতে বরাদ্দ করা হবে 18000 কোটি টাকা।” এদিকে সম্প্রতি তাঁর সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে রাজ্যের প্রভূত উন্নয়নের জন্য রাজ্যবাসীকেই কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই চিন সফরে যাচ্ছেন মূলত রাজ্যে শিল্পের জোয়ার আনতে। চীনে এ নিয়ে সেখানকার কয়েকজন শিল্পপতির সাথেও বৈঠকের কথা রয়েছে তাঁর। তাই এই চিন সফরের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এহেন ঘোষনায় রাজ্যের উন্নতিতে আশার আলো দেখছেন আমজনতা। মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুকে আরও জানিয়েছেন, “পরিকাঠামো উন্নয়ন খাতে 2011 তুলনায় 4 গুন খরচ বেড়েছে।একই সঙ্গে এই উন্নয়নে 18000 কোটি টাকা বরাদ্দ করা হল।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রশাসনিক কর্তাদের মতে, ক্ষমতায় এসেই রাজ্যে বিনিয়োগ ও বেকারদের কর্মসংস্থানে নজড় দেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করে যেভাবে শিক্ষা থেকে স্বাস্থের উন্নয়নপ্রকল্প মানুষের কাছে পৌছে দিচ্ছে এই সরকার তা এককথায় অতূলনীয়।

এমনকী মুখ্যমন্ত্রীর এই উন্নয়ন প্রকল্প মানুষের কাছে পৌছোচ্ছে বলেই তো রাজ্যে তৃনমূলের জয়জয়কার অব্যাহত বলে দাবি ঘাসফুল শিবিরের অধিকাংশ নেতাদের। এলাকার উন্নয়নেও যাতে দলের নেতারা বাধা হয়ে না দাড়ান সে কথাও বাড়ে বাড়ে বলেছেন মুখ্যমন্ত্রী। নবান্নের মনে করছে, চীন থেকে ফিরেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।তাই পরিকাঠামো ক্ষেত্রে যেভাবে 18000 কোটি টাকা বিনিয়োগের ঘোষনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে চীন থেকে লগ্নি টানার পথ আরও প্রশস্ত হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!