এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার অঙ্গনওয়াড়িতে বড়সড় কর্মী নিয়োগের পথে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার অঙ্গনওয়াড়িতে বড়সড় কর্মী নিয়োগের পথে রাজ্য সরকার

সম্প্রতি সরকারের বর্ষপূর্তির মঞ্চ থেকে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যা নিয়ে চরম আশার আলো দেখেছিল এই কর্মীরা।এবার আবারও অঙ্গনওয়াড়ী কর্মীদের মুখে হাসি ফোটাতে উত্তর 24 পরগনা জেলায় প্রায়  1100 কর্মীদের নিয়োগ করতে চলেছে সরকার। সূত্রে খবর,পঞ্চায়েতের নির্বাচনের জন্য এতদিন এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্নরুপে বন্ধ ছিল।তবে 11 জুন এ নিয়ে জেলার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় জেলার সংশ্লিষ্ট দপ্তর।জানা গেছে,চলতি বছরে পুজোর আগেই এ ব্যাপারে সমস্ত প্রক্রিয়া শেষ করতে চায় জেলা প্রশাসন।জেলা প্রশাসন সূত্রে খবর,প্রায় 10 হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এই জেলায়।সেই 10 হাজার কেন্দ্রের মধ্যে প্রতিটা কেন্দ্রেই একজন করে কর্মী আর একজন করে সহায়িকা থাকেন।কিন্তু সম্প্রতি দেখা গেছে,অনেক কর্মী অবসরের কারনে প্রায় প্রচুর শূন্যপদের সৃষ্টি হয়েছে।এমনকী যেখানে মূল কর্মীর অভাব সেখানে হেল্পপাররাই এই কেন্দ্রগুলি চালাচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রে খবর,গ্রামীন  এলাকার অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে শিশুদের সংখ্যা বেশি থাকলেও সেখানে কর্মীদেরকে একাই এই সেন্টার চালাতে হচ্ছে। এ নিয়ে এক প্রশাসনিক আধিকারিক বলেন,”বিধাননগর মহকুমা বাদ দিয়ে জেলার চারটি মহকুমায় এই শূন্য পদগুলি খালি হয়ে পড়েছিল।পঞ্চায়েতের জন্য বন্ধ থাকায় ফের নির্বাচন মিটতেই এব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।” এদিন এই আধিকারিক আরও বলেন,”উত্তর 24 পরগনা জেলায় 1092 জনকে নেওয়া হবে।এর মধ্য 218 জন কর্মী 874 জন হেল্পার নিয়োগ হবে।সূত্রে খবর,মে মাসের 29 তারিখে এনিয়ে জেলা প্রশাসনের তরফে এক বৈঠকও করা হয়।জানা গেছে,উত্তর 24 পরগনার 45 টি আইসিডিএস প্রজেক্টের অফিস থেকে এই নিয়োগ হবে।এই জেলার আইসিডিএস কমিটির চেয়ারম্যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এদিন তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি 11 জুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার পরই পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে।পুজোর আগেই আমরা এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই।”সব মিলিয়ে এই নতুন কর্মসংস্থানের আশায় খুশির হাওয়া উত্তর 24 পরগনায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!