এখন পড়ছেন
হোম > রাজ্য > একনজরে কি কি বললেন মুখ্যমন্ত্রী ,কোর কমিটির বৈঠক থেকে

একনজরে কি কি বললেন মুখ্যমন্ত্রী ,কোর কমিটির বৈঠক থেকে


কেউ কেউ নিজেকে দলের থেকে বড় ভাবছেন। যারা এমন ভাবছেন তারা চলে যান দল থেকে। দরজা খোলা আছে দলের থেকে কেউ বড় নয় ।

যাঁরা ভোটে হেরেছেন, নিজের দোষে হেরেছেন। মানুষ তোমাদের দোষে তোমাদের হারিয়েছেন।

পরিবেশ বাঁচান ,পুকুর ভরাট করবেন না ।

ছাত্র সংগঠনের কাজ টাকা তোলা নয়। নেতারা সেটা মনে রাখবেন। টাকা নয় আদর্শই হলো বড়।ছাত্র সংগঠনের থেকে কোনও সমস্যা শুনতে চাই না ।

জঙ্গলমহলে বিজেপি টাকা ছড়িয়ে অপপ্রচার করেছে। জঙ্গলমহলে যেখানে খারাপ ফল করেছে সেখানে তদন্ত কমিটি করা হবে। জঙ্গলমহলের যে যে ব্লক এ খারাপ ফল হয়েছে তার ১০ দিনের মধ্যে রিপোর্ট চাই।

নিজেদের মধ্যে ঝগড়া হলে বের করে দাও। প্রয়োজনে নতুন নেতা নেওয়া হবে। গায়ে হাওয়া লাগিয়ে দলে থাকার দরকার নেই।

কয়েকটি ব্লকে দলের নির্দেশ মানা হয়নি।আমি ঠিক করবো জেলা সভাপতি কে হবে।

তৃণমূলের অধীনে যুব এইটা মনে রাখতে হবে। একই দিনে দুটি অনুষ্ঠান হবে না।
যুবর সাথে তৃণমূলের বিরোধ হলে হবে না। দুটো পার্টি অফিস পাশাপাশি থাকবে না।

আগামী এত মাসের মধ্যেই লোকসভা ভোট হতে চলেছে। ২১ জুলাই এর পর থেকেই তার জন্য কর্মসূচি নেওয়া হবে। তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে।

১৮ + ৭ = ২৫ % ডিএ দেওয়া হচ্ছে।

জীবন হাতে নিয়ে কাজ করছেন আমাদের কর্মীরা। তাদের কথা ভাবতে হবে আর পুরানোদের কথা বলে হবে না।

উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে প্রকাশ্যে ধমক

MP ল্যাডের টাকা খরচ করুন , পার্টির নামে চাঁদা তুল্লে সে টাকা পার্টিকেই দিতে হবে।

প্রত্যেক জেলায় প্রত্যেকে নজর রাখবেন – তোমার এলাকায় ফল কীভাবে খারাপ হয় ?  প্রশ্ন করেন শ্রীকান্ত মাহাতকে

রবীন্দ্রনাথ ঘোষকে বলেন – মাথা ঠান্ডা করো ।

 

 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!