এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা উন্নয়ন প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছাতে নয়া উদ্যোগ তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা উন্নয়ন প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছাতে নয়া উদ্যোগ তৃণমূলের

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আগে রাজ্যের 42 টি আসনেই নিজেদের জয় ধরে রাখতে উন্নয়নের একমাত্র হাতিয়ার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর তাইতো ইতিমধ্যেই বিগত সাড়ে সাত বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত মা মাটি মানুষের সরকার রাজ্যের উন্নয়নে ঠিক কি কি কাজ করেছে তার ফিরিস্তি তুলে ধরে সাধারণ মানুষের কাছে চিঠি পৌঁছে দিতে উদ্যোগী ঘাসফুল শিবির।

জানা গেছে, শুধুমাত্র বাংলাতেই নয়, হিন্দি, উর্দু, ওড়িয়া, তেলেগু, সাঁওতালি, নেপালি, সাদ্রি, রাজবংশী সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় রাজ্যের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তৃনমূলের সেই চিঠি তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। ইতিমধ্যেই রাজ্যের অসংখ্য সরকারি পরিষেবা প্রাপকদের কাছে সেই চিঠি পৌঁছতে শুরু করেছে বলে জানা গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে যখন এই রাজ্যে দাগ কাটতে শুরু করেছে বিজেপি, ঠিক তখনই সেই বিজেপিকে আটকানোর জন্যই মরিয়া তৃণমূল কংগ্রেসের নেতারা বিগত সাড়ে সাত বছরে এই রাজ্যে তাদের আমলে কি কি উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরে চিঠি আকারে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যস্ত শাসকদল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্রের খবর, উত্তর 24 পরগনা, হাওড়া শহর ও গ্রামীণ, জঙ্গলমহলের সমস্ত জেলা এবং উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শাসকদলের নেতৃত্ব রাজ্য সরকারের সাফল্যের খতিয়ানকে তুলে ধরে সেই চিঠি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করেছে। অন্যদিকে বিগত আট বছরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত মা-মাটি- মানুষের সরকার ঠিক কি কি উন্নয়ন করেছে তা সাধারণ মানুষকে অবহিত করতে সেই সাফল্য পুস্তিকা আকারে নদীয়া জেলার প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য উদ্যোগী হয়েছে সেখানকার তৃণমূল নেতারা।

এদিন এই প্রসঙ্গে নদীয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “এতে একদিকে যেমন নেতাকর্মীদের প্রচারের কাজে সুবিধা হবে, ঠিক তেমনই ভোটারদের কাছে তৃণমূলের উন্নয়নের অভিমুখ আরও স্পষ্ট হবে।” সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের ভোটব্যাংককে আরও শক্ত করতে জেলায় জেলায় উন্নয়নের তালিকা তুলে ধরে সেই চিঠি পাঠাতে উদ্যোগী তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!