এখন পড়ছেন
হোম > রাজ্য > সাধারণ মানুষের কথা মাথায় রেখে জলের দরে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের

সাধারণ মানুষের কথা মাথায় রেখে জলের দরে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের

রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্যে অল্প বিনিয়োগে মাথা গোঁজার ঠাঁই করে দিতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। এই দুই শ্রেণীর মানুষদের জন্যে মুখ্যমন্ত্রী ‘নিজশ্রী প্রকল্প’ সূচনা করলেন। এদিন রাজ্যের মন্ত্রীসভা এই দুই শ্রেণির মানুষকে কম দামে ফ্ল্যাট বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পরিকল্পনা অনুসারে রাজ্য সরকার প্রথমে সরকারি জমিতে আবাসন তৈরী করবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তারপরে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের হাতে সেই আবাসনের ফ্ল্যাটই স্বল্প দামে তুলে দেওয়া হবে । এদিন নবান্নে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে জানালেন আবাসন গুলি পাঁচ তলা উচ্চতার হবে। যাঁদের মাসিক আয় ১৫ হাজার টাকার মধ্যে তাঁদের জন্যে বরাদ্দ হচ্ছে ১ এইচবিকে । ২ বিএইচকে পাবেন যাঁদের মাসিক আয় ৩০ হাজারের মধ্যে। ১ এইচবিকে ফ্ল্যাটগুলির দাম হবে ৭ লাখ ২৮ হাজার টাকা এবং ২ এইচবিকে ফ্ল্যাটগুলির দাম হবে ৯ লাখ ২৬ হাজার টাকা। শুধু তাই নয় রাজ্যের মন্ত্রী আরও জানালেন এই আবাসন কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতে নির্মাণের পরিকলনা রয়েছে সরকারের। সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা থাকছে। তারপরে লটারির মাধ্যমে ঐ আবাসনের ফ্ল্যাট বন্টনের বিষয়টি পরিচালনা হবে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা যাচ্ছে এই পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্যে সরকারী ফাঁকা জমির খোঁজে এরমধ্যেই আবাসন দফতর বিভিন্ন দপ্তর ও পুরসভার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। সরকারের লক্ষ্য রয়েছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই পরিকল্পনা সম্পূর্ণ করা। জানা যাচ্ছে প্রথম পর্যায়ে পঞ্চাশ হাজার এই ধরনের ফ্ল্যাট তৈরী করা হবে । এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, “মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!