এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে বিরোধীদের বেধড়ক মার বাঁকুড়ায়

‘মমতা ব্যানার্জি জিন্দাবাদ’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে বিরোধীদের বেধড়ক মার বাঁকুড়ায়

একই সাথে “মমতা ব্যানার্জী জিন্দাবাদ” ও “জয় শ্রীরাম” আওয়াজ তুলে হামলা চালানো হল বিরোধীদের উপর। অভিযোগের তীর শাসকদলের দিকে। কয়েকটি ঘটনা জিতে এদিন। শনিবার সকালে বাঁকুড়ায়ে সিপি আই এম এর বিধায়ক সুজন চক্রবর্তীএর নেতৃত্বে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন। অভিযোগ মহকুমা শাসকের দপ্তরে আগে থেকেই কয়েকশো লোক মুখে রুমাল বেঁধে মাথায়ে হেলমেট পরে জমায়েত হয়েছিল এবং তারাই মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাঁধা সৃষ্টি করে এবং তারপর সিপি আই এম এর লোকজনকে ঘিরে ধরে রড বা লাঠি দিয়ে মারধর শুরু করে।”মমতা ব্যানার্জী জিন্দাবাদ” ও “জয় শ্রীরাম” বলেই হামলা চালানো হয় বলে অভিযোগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ এই হামলা ঠেকাতে পারেনি বা সে চেষ্টাও করেনি এবং সমস্ত ঘটনাটি ঘটে পুলিশ প্রশাসনের সামনে। সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন “যে ভাবে আমাদের আটকানো হল, যে ভাবে মারধর করে তাড়িয়ে দেওয়া হল পুলিশের সামনে, তাতে দেখে মনে হচ্ছে ওরাই পুলিশকে নিয়্ন্ত্রণ করছে, পুলিশ ওদের নয়।” যদিও এই কথা অস্বীকার করে শাসকদল।হামলা চালানো হয়ে বিজেপি দলের উপড়ে। দলের রাজ্য সাধারন সম্পাদক রাজু বন্দোপাধ্যায় এবং সংগঠন সম্পাদক শ্যামাপদ মন্ডলেরা মনোনয়ন সংক্রান্ত সার্বিক পরিস্থিতি জানতে গেলে বাঁধা প্রাপ্ত হয়ে এমনকি মাটিতে ফেলে মারধর থেকে শুরু করে গাড়ি পর্যন্ত ভাঙ্গা হয়ে।এক্ষেত্রেও অভিযোগের তীর তৃণমূলের দিকে। এবং সেখানেও “মমতা ব্যানার্জী জিন্দাবাদ” ও “জয় শ্রীরাম” বলেই হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি বীরভূমের মহম্মদ বাজারের চিত্র ও খানিকটা একিরকম। মনোনয়নকে ঘিরে বিজেপি ও তৃনমূলএর মধ্যে শুরু হয়ে সংঘর্ষ। এমনকি মূর্শীদাবাদের কান্দিতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এর নেতৃত্বের মিছিলে হামলায় অভিযুক্ত সেই শাসকদল। এমনকি দূর্গাপুরে সিপি আই এম কে মনোনয়ন পত্র জমা দিতে দেওয়াই হয়নি বলে অভিযোগ ।অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অভিযোগ বিরোধীরাই তাদের নেত্রীর নাম স্লোগান দিয়ে এইসব হামলা করে রাজ্যে সন্ত্রাস ঘটছে তা প্রমান করতে চাইছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!