এখন পড়ছেন
হোম > জাতীয় > ১০০ দিনের কাজ নিয়ে বড়সড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

১০০ দিনের কাজ নিয়ে বড়সড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

১০০ দিনের কাজ নিয়ে গর্ব ছিল মমতার। এবার তাতেই বড়সড় ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকার ইতিমধ্যেই দাবি করেছে যে ১০০ দিনের কাজ নিয়ে নানা উন্নয়ন মূলক কাজ করেছে তারা। কিন্তু এবার বিস্ফোরক অভিযোগ উঠলো সেই ১০০ দিনের কাজ নিয়েই। জানা গেছে একশো দিনের কাজ প্রকল্পে স্কুলবাড়ি রং করার কথা বলা হয়েছিলো নবান্ন থেকে, যার জন্য নবান্ন থেকে ৫০০ কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল। আর তাই বিরোধীদের দাবি যে উন্নয়নমূলক কাজের জন্য টাকা আসে কিন্তু এবার স্কুল রং করিয়ে বা এইরকমের কাজ করিয়ে যেটা উন্নয়নমূলক নয় সেখানে ক্রেডিট নিতে চাইছে মমতা সরকার। স্কুলবাড়ি রং করা নিশ্চয়ই দরকার।কিন্তু একশো দিনের কাজ প্রকল্পে তা করা যায় না বলে জানালো কেন্দ্র।ফলে স্কুলভবনে রং লাগানো তাই আপাতত বিশ বাঁও জলে। জানা গেছে স্কুল-চত্বর সাফাই ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের বাড়িতে রং লাগানোর জন্য স্কুলশিক্ষা দফতর এক নির্দেশিকায় জানিয়েছিল। এরপরেই আপত্তি জানিয়ে পঞ্চায়েত দফতরের সচিব এবংএকশো দিনের কাজ প্রকল্পের কমিশনারকে চিঠি দেন কেন্দ্রীয় যুগ্মসচিব। তাতে স্পষ্ট জানানো হয় যে এই সমস্ত কাজ করা যাবে না ১০০ দিনের প্রকল্পে.পাশাপাশি জানানো হয় যে এই ধরনের কাজ করলে তার ব্যয়ভার বর্তাবে রাজ্য সরকারের উপরে।এই নিয়ে নবান্ন থেকে জানিয়েছে যে পঞ্চায়েত দফতরকে না-জানিয়েই নির্দেশিকা জারি করেছিল স্কুলশিক্ষা দফতর।
পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই নিয়ে বলেন যে বলেন, ”আমরা তো রং করব না। তবে কেন্দ্রের কাছে ভুল তথ্য গিয়েছিল।” ফলে এখন তাই রঙের টাকা কোথা থেকে আসবে সে নিয়েই চিন্তায় নবান্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!