এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বৃহত্তর বিরোধী জোটের ‘চক্রান্ত ফাঁস’ করে দিলেন মানস ভূঁইয়া

বৃহত্তর বিরোধী জোটের ‘চক্রান্ত ফাঁস’ করে দিলেন মানস ভূঁইয়া

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ মানস ভূঁইয়া আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বৃহত্তর বিরোধী জোটের ‘গন্ধ’ পাচ্ছেন। গত রবিবার সবংয়ে তিনি বিরোধীদের এই ‘চক্রান্তের’ ব্যাপারে সরব হন। মানসবাবু বলেন –

১. আগামী পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে বিজেপি, সিপিএম এবং অধীর চৌধুরীর বঙ্গীয় কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে এক হয়ে প্রতীক ছাড়া প্রার্থী দেবে
২. একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে লড়াই করার ‘চক্রান্ত’ শুরু হয়েছে
৩. তলানিতে ঠেকে যাওয়া বঙ্গীয় কংগ্রেস ও কষ্ট করে ধরে রাখা সিপিএম নেতারা মরিয়া হয়ে পঞ্চায়েত ভোটে বিজেপির হাত ধরে তৃণমূলের বিরুদ্ধে ‘নতুন মডেল আনার চক্রান্ত’ করছে
৪. আমরা এই অশুভ চেষ্টার বিরুদ্ধে বাংলার মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি
৫. দলীয় কর্মী-সমর্থকরা এব্যাপারে কড়া নজর রাখুন
৬. বাংলায় হঠকারী রাজনীতির জায়গা নেই
৭. মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক উন্নয়নের জোয়ারে ওরা দিশেহারা
৮. আপাতদৃষ্টিতে ওরা উপ নির্বাচনগুলিতে পৃথক পৃথকভাবে লড়াই করলেও পঞ্চায়েত ভোটে তলে তলে হাত ধরাধরি করে তৃণমূলকে রুখে দেওয়ার চেষ্টা করবে
৯. তবে তা বিফলে যাবে, সবংয়ের মতো নোয়াপাড়া ও উলুবেড়িয়া নির্বাচেনও তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন
১০. আর পঞ্চায়েত ভোটে ওরা প্রার্থী খুঁজে পাবে না
১১. মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে জব্দ করাই বিজেপির একমাত্র কাজ
১২. কেন্দ্রের সরকার অর্থনৈতিকভাবে এরাজ্যের উন্নয়ন ও অগ্রগতিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে
১৩. তবে তাতে তারা সফল হবে না
১৪. মমতা বন্দ্যোপাধ্যায় এফআরআইডি বিল, বিমুদ্রাকরণ, জিএসটি ও ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল বিলের প্রতিবাদ করায় বিজেপি মরিয়া হয়ে উঠেছে
১৫. কিন্তু এভাবে তাঁকে রোখা যাবে না

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!