এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > দক্ষিনে মাওবাদীদের পাশাপাশি উত্তরে রাজ্যে ঢুকছে বাংলাদেশী জঙ্গী, চাপ বাড়ছে প্রশাসনের

দক্ষিনে মাওবাদীদের পাশাপাশি উত্তরে রাজ্যে ঢুকছে বাংলাদেশী জঙ্গী, চাপ বাড়ছে প্রশাসনের


উৎসবের দিনগুলিতে রাজ্যে অশান্তি এড়াতে সবরকম ভাবে প্রস্তুত ছিল রাজ্য সরকার। কিন্তু যখন অশান্তি এড়াতে পুজোর সময় বাড়তি সতর্ক ছিল পুলিশ প্রশাসন ঠিক তখনই গত দুর্গাষষ্টীর দিন কেন্দ্রীয় গোয়েন্দার এক বিশেষ সূত্র মারফত রাজ্যের পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার কাছে খবর পাঠিয়ে দেওয়া হয় যে, নাশকতার জন্য জামাত উল মুজাহিদিন বা জেএমবির দুই সদস্য দিনহাটার নিষিদ্ধপল্লিতে আশ্রয় নিয়েছে। পুলিশের ধারনা, এরা নেপাল হয়ে এদেশে প্রবেশ করেছে।

এদিকে এই ঘটনার পরদিন গত সপ্তমী থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে প্রশাসন। উত্তরবঙ্গের চার জেলায় পুলিশি নজড়দারি জোরদার করার পাশাপাশি কোচবিহারের পুলিশ সুপার দিনহাটা থানায় এসে এই সমস্ত ঘটনার পর্যালোচনা করেন। এমনকী শহরের গুরুত্বপূর্ন জায়গাগুলিতে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ রাখার পাশাপাশি চ্যাংরাবান্ধা, নিউ চ্যাংরাবান্ধা, খোলটা, বক্সিরহাট চেকপোষ্ট সহ বাংলাদেশ এবং অসমের সীমান্ত এলাকাতেও বাড়ানো হয় নজড়দারি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

এছাড়াও দিনহাটার গিতালদহ, তুফানগঞ্জের বালাভূত সহ কাটাতারহীন এলাকায় আটোসাটো করাহয় নিরাপত্তা ব্যাবস্থা। এদিন এই প্রসঙ্গে উত্তরবঙ্গের আইজি আনন্দ কুমার বলেন, “গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও এখনও কিছু পাওয়া যায়নি। প্রশাসন সতর্ক আছে।” সব মিলিয়ে উৎসবের এই মরশুমে খাগরাগড় কান্ডের পুনরাবৃত্তি আটকাতে আটোসাটো নিরাপত্তা উত্তরবঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!