এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়র নির্বাচনে বাড়ছে উত্তেজনা – বিজেপির ফ্লেক্স খুলতেই পাল্টা চাপ দিয়ে তৃণমূলেরও ফ্লেক্স খোলালো বিজেপি

মেয়র নির্বাচনে বাড়ছে উত্তেজনা – বিজেপির ফ্লেক্স খুলতেই পাল্টা চাপ দিয়ে তৃণমূলেরও ফ্লেক্স খোলালো বিজেপি

কলকাতা পুরসভার মেয়র পদের নির্বাচনে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে জয় হবে শাসকদলের প্রার্থী ফিরহাদ হাকিমেরই। কিন্তু নিজেদের হার নিশ্চিত জেনেও বিনা যুদ্ধে তারা যে এতটুকুও জায়গা ছাড়বে না তা মিনাদেবী পুরোহিতকে প্রার্থী করে বুঝিয়ে দিয়েছে বিজেপি। তবে শুধু মেয়র পদে প্রার্থী দেওয়াই নয়, এবার ভোটের প্রচারের জন্য ফ্লেক্স নিয়েও বাধল তীব্র কোন্দল।

সূত্রের খবর, শুক্রবার দুপুরের পর কলকাতা পৌরসভার বিভিন্ন জায়গায় একদিকে তৃনমূল এবং অপরদিকে বিজেপির শ্রমিক সংগঠনের তরফে দলীয় প্রার্থীর হয়ে প্রচার ফ্লেক্সের রমরমা দেখা গিয়েছে। যেখানে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের হয়ে বিজেপির শ্রমিক সংগঠন তাদের ফ্লেক্সে লিখেছে যে, “পার্ট টাইম নয়, ফুলটাইম মেয়র চাই। তাই দলমত নির্বিশেষে সবাই প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিতকে জয়ী করুন।”

পাল্টা শাসক দলের তরফে তাদের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ফ্লেক্সে লিখেছে, “বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য মহানাগরিক ফিরহাদ হাকিমকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।” আর এই ফ্লেক্স নিয়েই এবার তীব্র বিতর্ক শুরু হল কলকাতা পৌরসভায়। যার জেরে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষকেই তাদের ফ্লেক্স খুলে নিতে হল। কিন্তু ঠিক কি এমন হল যে কারণে তাদের এইভাবে ফ্লেক্স খুলে নিয়ে কার্যত পিছু হটতে হল?

সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় পুর সচিবের কাছে ফোন মারফত একটি অভিযোগ করা হয় যে, বিজেপির মেয়র পদপ্রার্থী মীনাদেবী পুরোহিত রীতিমতো ফ্লেক্স টাঙিয়ে ভোট চাইছেন। এদিকে কলকাতা পৌরসভার অভ্যন্তরীণ নির্বাচনে এইভাবে ফ্লেক্স টাঙিয়ে ভোট চাওয়া আইনত অনুচিত বলে পুর ভবনের কেয়ারটেকারকে তা খুলে ফেলার নির্দেশ দেন পুর সচিব।

এদিকে তাদের ফ্লেক্স খোলা হচ্ছে এই খবর শুনে পুর সচিবের দ্বারস্থ হন সেই বিজেপির মেয়র পদপ্রার্থী মীনাদেবী পুরোহিত এবং বিজেপির শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক অশোক সিনহা। জানা যায়, পুরো সচিবের কাছে গিয়ে বিজেপির মেয়র পদপ্রার্থী অভিযোগ করেন যে, কাউন্সিলরদের কাছে তিনি ফ্লেক্স টাঙিয়ে ভোট চাইতেই পারেন। এতে অপরাধ টা কোথায়? আর তখনই তাকে পুরসচিব জানিয়ে দেন যে, “এইভাবে কলকাতা পৌরসভার অভ্যন্তরীণ নির্বাচনে ভোট চাওয়াটা অপরাধ। তাই এই ফ্লেক্স খুলে ফেলা হচ্ছে।”

আর তখনই পুর সচিবের কাছে বিজেপির মেয়র পদপ্রার্থী বলেন যে, আমাদেরটা যদি অন্যায় হয় তাহলে ভোটের আগেই কেন তৃণমূলের মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিমকে মেয়র হিসেবে মেনে নিয়ে বাইরে সেই ফ্লেক্স লাগানো হচ্ছে? এতে নির্বাচনী বিধি লংঘন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে এরপরই পুরসচিবের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর অবশেষে বিজেপির প্রার্থী মীনাদেবী পুরোহিতকে পুর সচিব বিষয়টি দেখা হবে বলে আশ্বস্থ করেন। পাল্টা বিজেপি প্রার্থী কার্যত হুঁশিয়ারি সুরে বলেন যে, “যদি শাসকদলের ব্যানার খোলা না হয় তাহলে প্রতিবাদ শুরু হবে।”

এদিকে বিজেপির সদস্যরা পুরসচিবের ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই শাসকদলের শ্রমিক সংগঠনের এক কর্তাকে ফোন করে তাদের ফ্লেক্স খুলে নেওয়ার নির্দেশ দেন পুর সচিব। যদিও বা শাসকদলের শ্রমিক সংগঠনের সেই নেতা তা মানতে রাজি হননি। পরে অবশ্য পুরসচিব এরপরই কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূলের ডেপুটি মেয়র পদপ্রার্থী অতীন ঘোষকে গোটা বিষয়টি জানান। আর তখনই অতীন ঘোষও পুর সচিবের কথায় সায় দিয়ে সেই ফ্লেক্স খোলার পক্ষেই সওয়াল করেন। সূত্রের খবর, বর্তমানে সেই পুর সচিবের নির্দেশমতো তৃণমূল এবং বিজেপি কোন দলের ফ্লেক্স আর দেখা যাচ্ছে না।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, আগামী 3 ডিসেম্বর কলকাতা পৌরসভার মেয়র পদে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আর কোনো দলের ফ্লেক্স এই কলকাতা পৌরসভার এখানে থাকবে না। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে হার-জিত থাকবেই। কিন্তু একতরফা ভাবে শাসক দল শুধু সুবিধে পেয়ে যাবে- এই ব্যাপারটিকে এবার রোধ করে রীতিমত সেই কলকাতা পৌরসভার মেয়র পদের নির্বাচনের আগে নিজেদের ফ্লেক্স খোলার পাশাপাশি শাসক দল তৃণমূলেরও ফ্লেক্স খোলাতে সক্ষম হল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!