এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলত্যাগী বিধায়কের ছবি পোড়ানো হলো তৃণমূলের তরফ থেকে জেনে নিন

দলত্যাগী বিধায়কের ছবি পোড়ানো হলো তৃণমূলের তরফ থেকে জেনে নিন


জল্পনা চলছিল, আর সেই জল্পনা কে সত্যি করে গতকাল দিল্লির বিজেপি সদর দপ্তরে মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দেন বনগাঁ উত্তর এর বিধায়ক বিশ্বজিৎ দাস। যিনি মুকুল ঘনিষ্ঠ নামেও পরিচিত। শুধু তাই নয় তার সঙ্গে 12 জন কাউন্সিলরও এদিন বিজেপিতে যোগ দেন। এর ফলে তৃণমূলের হাত থেকে বিজেপিতে চলে যায় বনগাঁ পৌরসভা।

এদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলাফল নিয়ে বৈঠকে বসেছিলেন সেখানে অনুপস্থিত ছিলেন অনেক কাউন্সিলর। সেখান থেকে নেত্রী দাবি করেছিলেন যে যারা দল ছেড়ে অন্য দলে যেতে চান তারা চলে যান। সাথেই তিনি হুঁশিয়ারির দিয়েছিলেন যে যারা দল ছেড়ে চলে গেছেন তাদেরকে আর দলে ফেরানো হবে না। একদিকে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি আর অন্যদিকে দলের বিধায়ক ও কাউন্সিলরদের এই দলবদল রাজ্যের রাজনৈতিক উত্তাপকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এরপরে মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন বনগাঁ উত্তর এর বিধায়ক বিশ্বজিৎ দাস ও ১২ জন কোকিলর এই খবর ছড়িয়ে পড়তেই বনগাঁ উত্তরের তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করে বিশ্বজিৎ দাসের ছবিতে আগুন লাগিয়ে দেয়। যা নিয়ে কিছুটা হলেও উত্তপ্ত বনগাঁ উত্তর। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত বনগাঁ উত্তর এর বিধায়ক বিশ্বজিৎ দাস-এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!