এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার সাফল্য মোদী সরকারের – গতবারের পর এবারেও ২ লক্ষের বেশি ভুয়ো সংস্থা আবিষ্কার

আবার সাফল্য মোদী সরকারের – গতবারের পর এবারেও ২ লক্ষের বেশি ভুয়ো সংস্থা আবিষ্কার

সরকার নিযুক্ত টাস্ক ফোর্স এদিন প্রায় ২.২৫ লক্ষ শেল কোম্পানি বা ভুয়ো সংস্থাকে চিহ্নিত করলো। জানানো হয়েছে চলতি আর্থিক বছরেই নথিভুক্ত সংস্থার তালিকা থেকে এই সংস্থাগুলিকে বাদ দেওয়া হবে। উল্লেখ্য গত আর্থিক বছরে একই রকমভাবে ২.২৬ লক্ষ সংস্থার নাম  নথিভুক্ত সংস্থার তালিকা থেকে বাদ গেছিল। ঐসব সংস্থার ৩.০৯ লক্ষ ডিরেক্টরকে বরখাস্ত করা হয়েছিলো। প্রসঙ্গত গতবছরে রেভেন্যু বিভাগের সেক্রেটারি হাসমুখ আধিয়া-র নেতৃত্বে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উদ্দেশ্য ছিলো ২০১৬ সালে নোট বন্দীর সময়ে ভুয়ো সংস্থার মাধ্যমে দেশের জন সাধারণের কালো টাকা সরিয়ে ফেলার সম্ভবনা প্রতিহত করা।  এছাড়াও এই টাস্ক ফোর্সকে কর ফাঁকি এবং তহবিল তছরুপ প্রতিরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে , টাস্ক ফোর্স সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই ভুয়ো সংস্থাগুলির একটি তথ্য তালিকা প্রস্তুত করে। গত বছরই প্রথম ভুয়ো সংস্থাগুলিকে বাতিল করার কাজ শুরু হয়। তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় । একইসাথে ঐসব সংস্থার ডিরেক্টরদেরও  ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!