এখন পড়ছেন
হোম > রাজ্য > প্ররোচনা দিয়ে অশান্তি করানোর দায়ে মুকুল-দিলীপের বিরুদ্ধে এফআইআরের পথে খাদ্যমন্ত্রী

প্ররোচনা দিয়ে অশান্তি করানোর দায়ে মুকুল-দিলীপের বিরুদ্ধে এফআইআরের পথে খাদ্যমন্ত্রী


পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন নিয়ে শাসকদলের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনেছিল বিরোধীরা।এদিন শাসকদল পাল্টা অভিযোগ তুললো বিরোধীদের দিকে।এদিন উওর ২৪ পরগনায় তৃণমূলের এক অঞ্চল সভাপতি খুন হন আর সেই ঘটনার জন্য জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি নেতা মুকুল রায় ও দিলীপ ঘোষের বিরুদ্ধে আঙুল তোলেন।পাশাপাশি জানান যে তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কেন তিনি এ সিদ্ধান্ত নিলেন সে প্রসঙ্গে তিনি জানান, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা মুকুল রায়ের জন্যই নির্বাচনকে নিয়ে এতো অশান্তি ছড়াচ্ছে। এদিন তিনি নিহত তৃণমূল নেতা সাফিয়ার রহমানের বাড়িতে গিয়ে ও একই কথা বলেন। তিনি জানান, ” বিজেপি নেতাদের প্ররোচনামূলক বক্তব্যের জেরে রাজ্যে অশান্তি ছড়াচ্ছে।”তিনি এর স্বপক্ষে জানান যে,সাফিয়ার রহমান বেলিয়াঘাটার দাপুটে নেতা ছিলেন, তিনি বেঁচে থাকলে অবশ্যই এই জেলার নেতা হতে পারতেন।এই দক্ষ মানুষটাকে বিজয়মিছিল এ ঢুকিয়ে খুন করা হল বলেও অভিযোগ করেন। জ্যোতিপ্রিয় বাবু তাঁর ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি এমন মর্মান্তিক ঘটনা প্রথম দেখলেন বলেও জানান।
তিনি আরো অভিযোগ জানিয়েছেন যে বিজেপি নেতা মুকুল রায় স্বরূপনগরের এক তৃণমূল নেতাকে নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন।ফলে তৃণমূল কর্মী দেড় বাঁচাতে এফআইআর এর সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয়বাবু।তাঁর কথায়-” এই দুই নেতাকে বাইরে রাখা যাবে না।এরা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!