এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বর্ধমানে প্যান্ডেল পোড়ানো জায়গা পরিদর্শনে মুকুল-কৈলাশ, বাড়ছে জল্পনা

বর্ধমানে প্যান্ডেল পোড়ানো জায়গা পরিদর্শনে মুকুল-কৈলাশ, বাড়ছে জল্পনা


গতকাল দাঁইহাটের দলীয় কর্মসূচীতে যাওয়ার পথে হঠাৎ করেই বর্ধমানের মালিরমাঠ এলাকা পরিদর্শনে গেলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর সাথে ছিলেন বিজেপি নেতা মুকুল রায় সহ আরোও অনেক বিজেপি নেতা ও কর্মীরা। উল্লেখ্য রামনবমীর প্রস্তুতি চলাকালীন এই মালিরমাঠ এলাকাতে কয়েকজন দুস্কৃতি বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের উপর হামলা চালায় এবং প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়। পরে এই অভিযোগের পালটা অভিযোগও নথিভুক্ত করা হয়। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে পুলিশ এখনো অবধি ৫ জনকে গ্রেফতার করেছে। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নেতা কৈলাস বিজয়বর্গীয় গতকাল সাংবাদিক সম্মেলনে বললেন, “গোটা রাজ্য জুড়েই তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। এভাবে সন্ত্রাস ও ভয় দেখিয়ে বিজেপিকে দমানো যাবে না।” পাশাপাশি তিনি এও বলেন যে গেরুয়া শিবির রাজ্যে ঘটে চলা সমস্ত ঘটনার দিকে দিবারাত্র চোখ রেখে চলেছে। প্রসঙ্গত, রাজ্যে রামনবমী পালনের দিন রানিগঞ্জের পরিস্থিতি নিয়ে এখনো আসানসোল থমথমে হয়ে আছে, আর তার মাঝে রানিগঞ্জের অদূরে বর্ধমানে এই প্যান্ডেল পোড়ানোর ঘটনা আপাতত ধামাচাপা পরে গেছে, কিন্তু দুই বিজেপি শীর্ষনেতা সেখানে পরিদর্শনে গিয়ে ‘জল মেপে এলেন’ বলেই মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। রাজ্যে ঘটে চলা এইসকল হিংসাত্মক ঘটনা কি আগামীদিনে হতে চলা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? জল্পনা চরমে উঠেছে তা নিয়েই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!