এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জন-সম্পর্ক অভিযান – বিখ্যাত নাট্যব্যক্তিত্ত্ব মনোজ মিত্রের সঙ্গে দেখা করলেন মুকুল রায়

জন-সম্পর্ক অভিযান – বিখ্যাত নাট্যব্যক্তিত্ত্ব মনোজ মিত্রের সঙ্গে দেখা করলেন মুকুল রায়


বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষে গোটা দেশজুড়ে গেরুয়া শিবিরের তরফে শুরু হয়েছে জন-সম্পর্ক অভিযান। একটি পুস্তিকায় গত চার বছরে মোদী সরকার কি কাজ করেছে তার তালিকা নিয়ে শীর্ষ বিজেপি নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে সমাজের বিশিষ্ট মানুষদের সঙ্গে দেখা করতে এবং তাঁদের মতামত নিতে যে নরেন্দ্র মোদী সরকার আর কোন কাজ করলে ভালো হত বা কোন কাজ আশানুরূপ হয় নি। স্বয়ং অমিত শাহ মাধুরী দীক্ষিত, রতন টাটা সহ বিশিষ্টদের সঙ্গে দেখা করেছেন এবং সমস্ত বিজেপি শীর্ষ নেতাকে অন্তত ২৫ জন সমাজের বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গ-বিজেপিতে এই দায়িত্ত্বটা এতদিন এক হাতে সামলাচ্ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। ব্যক্তিগত কাজে দিল্লিতে থাকায় জন-সম্পর্ক অভিযানে নামতে একটু দেরি হয়ে গেল মুকুল রায়ের। কিন্তু আসরে নেমেই তিনি রীতিমত ছক্কা হাঁকাতে শুরু করলেন। প্রথমেই তিনি দেখা করেন বিগত দিনের বিখ্যাত ফুটবলার ‘মোহনবাগান-রত্ন’ তথা ১৯৫৬ সালের অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ত্ব করা সমর (বদ্রু) বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বিখ্যাত নাট্যব্যক্তিত্ত্ব ও অভিনেতা মনোজ মিত্রের সঙ্গেও দেখা করেন। প্রথমত মনোজবাবুর বাসভবনে গিয়ে মুকুলবাবু তাঁর হাতে নরেন্দ্র মোদী সরকারের কাজের খতিয়ান তুলে দেওয়ার পাশাপাশি জানতে চান সরকারের কাজ নিয়ে তাঁর অভিমত বা কোন কাজ এখনো হয় নি অথচ হলে ভালো হত বলে তিনি মনে করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!