এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে পুত্র শুভ্রাংশুর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বদলাচ্ছে মুকুল রায়ের

জল্পনা বাড়িয়ে পুত্র শুভ্রাংশুর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বদলাচ্ছে মুকুল রায়ের


সম্পর্কে বাবা ছেলে। মুকুল রায় আর শুভ্রাংশু রায়।কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে তারা এখন দুই ভিন্ন দলে। আর তার ফলে বাবা-ছেলের রাজনৈতিক বিরোধীতা এতোটাই প্রকট যে উৎসব অনুষ্ঠান উদ্‌যাপনের ক্ষেত্রেও তা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর সে কথা নিজ মুখে কবুল ও করে নিলেন মুকুল পুত্র বীজপুরের বিধায়ক তৃণমূলের শুভ্রাংশু রায়। বাংলার প্রসিদ্ধ বসন্ত উৎসবের দিন রাজনৈতিক দলীয় কর্মীরা যখন একে অন্যের মুখে দলীয় রঙের আবির মাখাতে মশগুল,তখন অল্প কদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা মুকুল রায়ের সংস্পর্শ এড়িয়ে চলেছে ছেলে শুভ্রাংশু। পাছে বাবা গেরুয়া আবিরে রাঙিয়ে দেন । নিজের কথার সপক্ষে শুভ্রাংশু এদিন জানালেন , ‘বাবা ওঁর দলের কর্মীদের সঙ্গে হোলি খেলেছেন। সেখানে আমার যাওয়ার কোনও প্রশ্নই নেই।” তবে শুভ্রাংশু এদিন রাজনৈতিক – অরাজনৈতিক সব মহল কেই স্পষ্টভাবে জানিয়েছেন বাবার সাথে তাঁর রাজনৈতিক বিরোধীতা থাকলেও তাঁদের পারিবারিক সম্পর্কে এর কোনো প্রভাব পরেনি। বাবা মুকুল সেদিন কাঁচরাপাড়ায় উপস্থিত না থাকার জন্যেই ওনার সাথে পারিবারিকভাবে বসন্ত উৎসব পালনের সুযোগ হয়নি ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!