এখন পড়ছেন
হোম > জাতীয় > হতে পারে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন সমস্যায় নারদ অভিযুক্তরা

হতে পারে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন সমস্যায় নারদ অভিযুক্তরা

নারদকাণ্ডে এবার নতুন করে সমস্যায় পড়তে পারেন বলে সূত্রের খবর। যা জানা যাচ্ছে, সিবিআই ও ইডি সূত্রে জানা যাচ্ছে নারদ কাণ্ডে প্রাথমিক তদন্তের কাজ প্রায় শেষের পথে এবং সেই তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়ের মামলার জন্য সুপারিশ করতে পারে আদালতে। আর সেক্ষেত্রে হিসেব করে দেখা হবে অভিযুক্তের শেষ পাঁচ বছরের আয় কত আর সেই তুলনায় শেষ পাঁচ বছরে সম্পত্তি কত বেড়েছে।
আরও জানা যাচ্ছে যদি সত্যিই পাওয়া যায় যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নেই, সেক্ষেত্রে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে ইডি। যা জানা যাচ্ছে, এই সম্পত্তি মানে শুধু জমি, বাড়ি, ফ্ল্যাট নয়। এর সঙ্গে রয়েছে ব্যাঙ্কে গচ্ছিত নগদ টাকা, স্থায়ী আমানতের মতো যাবতীয় প্রকল্পে রাখা টাকা, শেয়ার, গয়না। আরো জানা যাচ্ছে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয় যে পরিমান হবে তার সমপরিমাণ টাকা ব্যাঙ্কে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে, নয়তো প্রায় সমমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে পরে তা নিলাম করবে ইডি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!