এখন পড়ছেন
হোম > জাতীয় > মার খেয়ে মরিয়া পাকিস্তান এবার হামলা করতে পারে জলপথে, ইঙ্গিত দিলেন খোদ নৌসেনা প্রধান

মার খেয়ে মরিয়া পাকিস্তান এবার হামলা করতে পারে জলপথে, ইঙ্গিত দিলেন খোদ নৌসেনা প্রধান


গত 14 ই ফেব্রুয়ারি ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের পক্ষ থেকে চালানো নৃশংস হামলার পরই নানা মহলে নানা আতঙ্ক চলছিল। আর এবার সেই আশঙ্কাকেই কিছুটা বৃদ্ধি করে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবার কথায় ছড়াল প্রবল আতঙ্ক।

সূত্রের খবর, এদিন নিরাপত্তা সংক্রান্ত ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়লগ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতীয় নৌবাহিনীর প্রধান বলেন, “পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনী রীতিমতো প্রশিক্ষণ নিচ্ছে বলে আমরা খবর পেয়েছি। সমুদ্রপথে ভারতকে আক্রমণ করাই তাদের লক্ষ্য।” আর ভারতীয় নৌবাহিনী প্রধানের এহেন মন্তব্যে অনেকের মনেই জল্পনার সৃষ্টি হয়েছে যে, তাহলে কি মুম্বই হামলার ধাঁচে এবারের সমুদ্রপথে জঙ্গী আক্রমণ করার চিন্তাভাবনা করতে চলেছে পাকিস্তান?

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2008 সালের 26 শে নভেম্বর করাচি থেকে আসা আরব সাগরের মাঝখানে ভারতের একটি ট্রলার ছিনতাই করে রাতের অন্ধকারে মুম্বই শহরে ঢুকে পড়েছিল 10 জন জঙ্গির দল। আর তখন থেকেই পর পর চার দিন ধরে সেখানে একপ্রকার নৃশংস গণহত্যা চালানোর পর ভারতের নিরাপত্তা বাহিনী সেই 9 জন জঙ্গীকে খতম করে দেয় এবং বাকি একজন ধরা পড়ে। আর এরপরেই সেই আজমল কাসবের ফাঁসি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই নৃশংস হামলার ঘটনার কথা পাকিস্তানকে জানানো হলেও আগেভাগে পাকিস্তানের তরফে কোনোরূপ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়েছিল। আর এবার ঠিক সেই একই কায়দায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন যে কোনো মুহূর্তে ভারতের সমুদ্রপথে ঢুকে পড়ার পরিকল্পনা করছে বলে ভারতীয় নৌসেনা প্রধানের মন্তব্যে তৈরি হয়েছে জল্পনা।

এদিন এই প্রসঙ্গে ভারতীয় নৌসেনা প্রধান আরও বলেন, “একটি রাষ্ট্র আমাদের দেশকে অস্থিরতার মধ্যে ঢেলে দেওয়ার জন্য জঙ্গি প্রশিক্ষণ দেয়। পুলওয়ামা হামলা সেরকমই একটি পরিকল্পিত হামলা। তবে পাকিস্তানে ঢুকে প্রত্যাঘাতের পরও জঙ্গিরা যে প্রতিহত হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তারা এখনও আক্রমণের চেষ্টা করছে। আর এই পরিকল্পনারই একটি অঙ্গ হল সমুদ্রপথে হামলার ছক।”

তবে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন ভারতে এই হামলার জন্য যদি সমুদ্রপথকেই বেছে নেয় তাহলে তারা ঠিক কোন রুট দিয়ে সেই হামলা চালাতে পারে তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি ভারতের নৌসেনা প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!