এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পাকিস্তান সাধারণ নির্বাচনের ভোটগণনার সর্বশেষ ফলাফল – লাইভ আপডেট, রাত্রি ৯:০০ টা

পাকিস্তান সাধারণ নির্বাচনের ভোটগণনার সর্বশেষ ফলাফল – লাইভ আপডেট, রাত্রি ৯:০০ টা


আজ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে ভোটগ্রহণ ছিল। ভোটগ্রহণের শেষের দিকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা গেছেন প্রায় ৪০ জন, আহত হয়েছেন ৬০০ রও বেশি মানুষ বলে অসমর্থিত সূত্রের খবর। আর ভোটগ্রহণ পর্ব শেষ হতেই শুরু হয়েছে ভোটগণনা।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

২৭২ আসনের পাকিস্তানে ক্ষমতায় আসতে গেলে কমপক্ষে ১৩৭ টি আসনে জিততেই হবে। কি হতে চলেছে পাকিস্তানের পূর্ণাঙ্গ চিত্র পরিষ্কার হয়ে যাবে মধ্যে রাত্রের মধ্যেই। তবে গণনা শুরু হওয়ার সাথে সাথেই এগিয়ে গিয়েছে প্রাক্তন ক্রিকেটের ইমরান খানের দল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাত্রি ৯:০০ টার সময় পাকিস্তানের ফলাফল নিম্নরূপ –

১. ইমরান খানের নেতৃত্ত্বাধীন তেহরিক-ই-ইনসাফ – ৬৪
২. বিলাওয়াল ভুট্টোর নেতৃত্ত্বাধীন পিপলস পার্টি – ২৮
৩. নওয়াজ শরিফের নেতৃত্ত্বাধীন মুসলিম লীগ – ৪৬
৪. নির্দল ও অন্যান্যরা – ৫০

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!