এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড় ধাক্কা সরকারি কর্মচারীদের – পে কমিশনের মেয়াদ আবার বেড়ে গেল, জানুন বিস্তারিত

বড় ধাক্কা সরকারি কর্মচারীদের – পে কমিশনের মেয়াদ আবার বেড়ে গেল, জানুন বিস্তারিত


আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কাকে সত্যি প্রমান করে আবারো বড়সড় ধাক্কা সরকারি কর্মচারীদের জন্য। ষষ্ঠ পে কমিশনের মেয়াদ যা আগামী ২৬ শে নভেম্বর তিন বছর সম্পূর্ণ করত – তা আরও ৬ মাসের জন্য বর্ধিত করল রাজ্য সরকার। ফলে চূড়ান্ত হতাশা তৈরী হল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে যে পে কমিশনকে ‘শিখন্ডি’ খাড়া করে – আসলে কি রাজ্য সরকারই চাইছে না রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করতে?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই প্রসঙ্গে, সরকারি কর্মচারী পরিষদের দেবাশিস শীল জানান, পশ্চিমবঙ্গে পে কমিশন নিয়ে যা হচ্ছে – তা নজিরবিহীন। সারা দেশে এই ঘটনা কোথাও ঘটে নি। রাজ্যে যে ‘তুঘলকি’ শাসন চলছে এই ঘটনায় আবারো তা প্রমাণিত। দলমত নির্বিশেষে বৃহত্তম আন্দোলন বা নবান্ন অভিযানে নামতে হবে – তবে যদি এই সরকারের ঘুম ভাঙে। অন্যদিকে, কনফেডারেশনের সুবীর সাহা স্পষ্ট জানান – অত্যন্ত হতাশাজনক সিদ্ধান্ত, কিন্তু এরকমটা যে হতে চলেছে তার আগাম আভাস ছিলই। আমরা যে বুঝতে পারছি, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ২০২০ সালের শেষের দিকে বা ২০২১ সালের প্রথমদিকে এই পে কমিশন চালু হতে পারে। তাই, দলীয় রঙ ভুলে সকল সরকারি কর্মচারী সংগঠনের এক ছাতার তলায় এসে বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া পথ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!