এখন পড়ছেন
হোম > রাজ্য > জনতাকে ছত্রভঙ্গ করতে আর কাঁদানে গ্যাস নয়, পুলিশের হাতে এবার ‘লঙ্কা- গ্রেনেড’

জনতাকে ছত্রভঙ্গ করতে আর কাঁদানে গ্যাস নয়, পুলিশের হাতে এবার ‘লঙ্কা- গ্রেনেড’


এবার বিক্ষোভ আন্দোলনকে দমাতে নতুন রণনীতি নিচ্ছে রাজ্য পুলিশ। দীর্ঘদিনের প্রথাগত ব্যবস্থা থেকে কিছুটা বিরতি নিয়ে এবার বিক্ষোভ আন্দোলনকে ঠেকাতে লঙ্কা গ্রেনেডের উপর ভরসা রাখছে প্রশাসন। কিন্তু কি এই লঙ্কা গ্রেনেড?

আর এটা প্রয়োগ করলে কি কোনো বাড়তি সুবিধা পাবে পুলিস? প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে এই দাবি তুলে রাজ্যের প্রতি চাপ বাড়িয়েছে বিরোধীদল থেকে গ্রামবাসীরা।

এমনকি শুধু দাড়িভিট নয়, বিভিন্ন সময়ে বিক্ষোভ আন্দোলন ঠেকাতে পুলিশের বিরুদ্ধে ওঠে গুলি চালানোর অভিযোগ। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে এখন সেই গুলি চালানও কার্যত বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে সেই বন্দুকের পরিবর্তে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে তারা। কিন্তু সম্প্রতি অনেকেরই নজরে আসে যে, এই রাবার বুলেট ব্যবহার করলে যেমন মৃত্যুর আশঙ্কা থাকে, ঠিক তেমনি কাঁদানে গ্যাসের শেল থেকেও ঘটে যেতে পারে অনেক দুর্ঘটনাই।

আর তাই অপেক্ষাকৃত কম ক্ষতিকারক লঙ্কা গ্রেনেডকেই এখন ভরসা করছেন রাজ্যের পুলিশ আধিকারিকেরা। কিন্তু কাঁদানে গ্যাস বা রাবার বুলেটের থেকে ঠিক কতটা পার্থক্য রয়েছে এই লংকা বা ক্যাপসি গ্র্যানেডের? সূত্রের খবর, মূলত এই গ্রেনেডটি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েই তৈরি করা হয়। বিক্ষোভকারীদের হটাতে গ্রেনেড লঞ্চারে ভরে তা ছুড়ে দিলই বাতাসের সংস্পর্শে এসে গোটা এলাকা ঝাঁঝে ভরে যায়। ফলে সেই ঝাঁঝের জেরে বিক্ষোভকারীদের চোখ জ্বালা করার পাশাপাশি তারা অনেকটাই অস্বস্তিতে পড়বে।

আর তাই কোন রকম বল প্রয়োগ না করে মুহূর্তের মধ্যে সেই বিক্ষোভকারীদের সরিয়ে দিতেও সক্ষম হবে পুলিশ। একাংশের ধারণা, এই নতুন গ্রেনেড আনার পেছনে একটি অন্য কারণ রয়েছে। কেননা সামনেই লোকসভা ভোট।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন জানায় প্রতিবাদ আন্দোলন সংগঠিত করবে বিরোধীরা। আর তাই আইনশৃঙ্খলা রক্ষায় সেই বিরোধীদেরকেই কাবু করতে এই লঙ্কা গ্রেনেড ব্যবহার করে শাসক-বিরোধী আন্দোলনকে দমাতে প্রস্তুত হচ্ছে প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!