এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল-অনুগামীদের বিজেপি যোগে বাধা স্বয়ং ‘মুকুল-নাম’!!

মুকুল-অনুগামীদের বিজেপি যোগে বাধা স্বয়ং ‘মুকুল-নাম’!!


তৃণমূল কংগ্রেস ত্যাগ করে মুকুল রায় বিজেপি তে যোগদানের পর বিজেপি নেতা কর্মীদের মধ্যে আশা ছিল এবার মুকুল রায়ের হাত ধরে বেশ বড়সড় ভাঙ্গন ধরবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে। কোনো বড় মাপের নেতা, বিধায়ক বা সাংসদ না এলেও মুকুল বাবুর হাত ধরে বহু বিক্ষুব্ধ তৃণমূলকর্মী বিজেপিতে যোগ দিতে ইচ্ছুক বলে খবর। কিন্তু ঐসব কর্মীদের একটি আব্দার কার্যত ব্যাপারটি জটিল করে তুলছে, সূত্র মারফত জানা যাচ্ছে ঐসব কর্মীদের ইচ্ছা তাঁরা বিজেপিতে যোগদান করবেন শুধুমাত্র মুকুল রায়ের হাত থেকেই দলীয় পতাকা নিয়ে।
আর এতে মূলত দুটি অসুবিধা দেখা দিচ্ছে। প্রথমত, বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এই দলবদলের কাজটি স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে ও তাঁদের হাত ধরেই করতে হয়। সেক্ষত্রে মুকুলবাবু সব জায়গায় গিয়ে এইসব কর্মীকে যোগদান করালে তা প্রকারন্তরে দলীয় গঠনতন্ত্রের দিকেই প্রশ্ন তুলবে। দ্বিতীয়ত, যা আরো মারাত্মক, তা হল মুকুল রায়ের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ উঠবে। এমনিতেই তিনি নতুন দলে যোগদান করার পর রাজনৈতিক গুঞ্জন বঙ্গ বিজেপির একটি অংশ এখনো তা মন থেকে মেনে নিতে পারে নি, ফলে এখন এমন অভিযোগ উঠলে দলীয় কোন্দল প্রকাশ্যে এসে যেতে পারে। আর তাই পাকা রাজনীতিকের মত মুকুলবাবু এখন তাঁর অনুগামীদের বোঝাতে ব্যস্ত, বিজেপিতে যোগদান করতে হলে স্থানীয় নেতৃত্ত্বের সঙ্গে যোগাযোগ করেই করতে হবে। এখন দেখার, এই কাজে শেষমেশ কতটা সফল হন। কেননা সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নিচুস্তরে বড়সড় ফাটল ধরানোর আশ্বাস তিনি দিয়েছেন অমিত শাহদের আর তাই তাঁর ‘কাজের’ মূল্যান করতে খুব তাড়াতাড়িই শহরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!