এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আজ থেকে ঘাসফুল শিবিরের কাছে নতুন আতঙ্কের নাম কি পুরুলিয়া?

আজ থেকে ঘাসফুল শিবিরের কাছে নতুন আতঙ্কের নাম কি পুরুলিয়া?

ব্যালট বাক্স খুলতেই রাজ্যজুড়ে ঘাসফুলের জয়জয়কার পঞ্চায়েত নির্বাচনে। কিন্তু তার মাঝেই ‘রাস্তায় দাঁড়ানো উন্নয়ন’ ঠিক দেখানো গেল না লালমাটির দেশ পুরুলিয়াকে। উল্টে পুরুলিয়ার যা ফলাফল তাতে করে ঘাসফুল শিবিরের রাতের ঘুম উড়ে যেতে বসেছে বলে মনে করছে গেরুয়া শিবির। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার বক্তব্য, গোটা বাংলার পরিপ্রেক্ষিতে শাসকদলের ‘উন্নয়নকে’ কিছুটা হলেও রাখা গিয়েছিল পুরুলিয়ায়, ফলাফলটাই বলে দিচ্ছে মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে কি হবে। কি হল পুরুলিয়ায় যাতে ঘুম উড়ে যেতে পারে শাসকের? আসুন দেখে নেওয়া যাক একনজরে পুরুলিয়ার সেই ফলাফল –

গ্রাম পঞ্চায়েতের হিসাবে –
তৃণমূল কংগ্রেসের দখলে ৩৬ টি
বিজেপির দখলে ৩৪ টি
বামেদের ও কংগ্রেসের দখলে ৩ টি করে
ত্রিশঙ্কু অবস্থায় আছে ১৭ টি পঞ্চায়েত

পঞ্চায়েত সমিতিতে বিজেপি ৬৫ টি , বামফ্রন্ট ৫ টি ও কংগ্রেস ১ টি আসন ছিনিয়ে নিয়েছে
জেলা পরিষদেও পাঁচ-পাঁচটি আসনে থাবা বসিয়েছে গেরুয়া শিবির

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!