এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় বিজেপির শক্তিবৃদ্ধি করে শয়ে-শয়ে শিবসেনা নেতা-কর্মীদের যোগ

বাংলায় বিজেপির শক্তিবৃদ্ধি করে শয়ে-শয়ে শিবসেনা নেতা-কর্মীদের যোগ


মহারাষ্ট্র বা অন্যান্য পশ্চিমের রাজ্যে সংগঠন থাকলেও বাংলার মাটিতে সেভাবে কোনোদিন শক্তিশালী সংগঠন ছিল না শিবসেনার। কিন্তু হিন্দুরাষ্ট্রের দাবিতে সরব এই দলের অস্তিত্ত্ব যে ছিল তা প্রমাণিত কলকাতা বা আশেপাশের অঞ্চলে বিভিন্ন নির্বাচনে প্রার্থী দেওয়া দেখে। আর এবার সেই সংগঠনও মিশে যেতে পারে বিজেপির সঙ্গে, অন্তত ইঙ্গিতটা সেরকমই পাওয়া গেল আজ। পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ক্রমশ শক্তিবৃদ্ধি করছে বিজেপি। এতদিন শুধুমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেসই নয়, বামফ্রন্ট বা কংগ্রেসে ভাঙন ধরাচ্ছিল রাজ্য বিজেপি। আর আজ সেই ধারা অব্যাহত রেখে তার সঙ্গেই প্রায় ৩০০ শিবসেনা নেতা-কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, শালবনিতে ১০ শিবসেনা আধিকারিক সহ ৩০০ কর্মী আজ বিজেপির স্থানীয় নেতৃত্ত্বের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান। দলত্যাগীদের কথার মূল কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলীয় শীর্ষনেতা উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পরেই তাঁরা দল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। দলত্যাগী এক নেতার কথায়, আমরা আদর্শ নিয়ে লড়াই করি আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দল সম্পর্ক রাখে তাদের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যাবে না। এই দলবদলকে রাজনৈতিক মহল বিজেপির ‘বড় সাফল্য’ বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শিবসেনা ও বিজেপির রাজনীতির অনেকটা মিল আছে। আর তাই বিজেপিকে আটকাতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনা শীর্ষনেতৃত্ত্বাকে কাছে টানার চেষ্টা করেছেন। যা আদতে বিজেপির ভোটব্যাঙ্ককে কিছুটা হলেও ভাঙত। আর তাই সেই ভোটব্যাঙ্ককে অক্ষুন্ন রাখতে বিজেপির এটি একটি সদর্থক পদক্ষেপ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!