এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিলং থেকে ফিরে প্রাণহানির আশঙ্কায় ভুগছেন কুনাল ঘোষ? নতুন পদক্ষেপে বাড়ল জল্পনা

শিলং থেকে ফিরে প্রাণহানির আশঙ্কায় ভুগছেন কুনাল ঘোষ? নতুন পদক্ষেপে বাড়ল জল্পনা

শিলং থেকে ফিরে নয়া তথ্য উন্মোচন করে রাজ্যরাজনীতিতে সমালোচনার ঝড় তুলে দিলেন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ। একের পর এক বিষ্ফোরক উক্তি করেই চলেছেন তিনি। কোলকাতা বিমানবন্দরে নামার পর থেকেই একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কুনাল।

চলতি সপ্তাহেই অভিযোগ করেছিলেন,জেরার মাধ্যমে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন কোলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। এবার সামনে আনতে এক চাঞ্চল্যকর তথ্য। বললেন,তদন্তে সহযোগিতা করার জন্যে তাঁর উপর প্রবল হামলার সম্ভাবনা রয়েছে। আর তাই আদালতে সরাসরি নিজের নিরাপত্তার দাবী পেশ করলেন কুনাল। এদিন তাঁর আইনজীবীর তরফ থেকে পিটিশন দাখিল করা হল বারাসাত আদালতে। প্রাক্তন তৃণমূল সাংসদের সেই দাবীকে মান্যতা দিয়েছেন বিচারক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কুনাল বললেন যে তিনি চিটফান্ড কাণ্ড সংক্রান্ত অনেক গোপন তথ্য দিয়ে সিবিআইকে সহায়তা করেছেন। এর জেরে অনেকে রাজনৈতিক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছে বা আগামী দিনেও হেভিওয়েটদের নাম উঠে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক কিছুই আবার ভুয়ো রটছে। যেহেতু তিনি বাইরে ঘোরাফেরা করেন কাজেই তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে।

যুক্তিতে তিনি জানালেন,’আজকাল দিনও বদলেছে। আগে যেমন কারও কোনও কাজে আপত্তি থাকলে চিঠি লিখে বা ফোনে হুমকি দিয়ে অন্যভাবে ক্ষোভপ্রকাশ করা হত, এখন আর সেসব হয় না। এখন পাশে দাঁড়িয়ে সরাসরি মাথায় গুলি করে দেওয়া হয়।’ সেই কারণেই তিনি মহামান্য আদালতের কাছে তাঁর নিরাপত্তা বাড়ানোর আর্জি জানালেন।

প্রাক্তন তৃণমূল সাংসদের এই ধরণের জবানিতে স্বাভাবিকভাবেই রাজ্যের সন্ত্রাসজনক পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গেল,এ বিষয়ে কোনো সন্দেহ রাখছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এদিন বারাসাত আদালতে সারদা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানেই হাজিরা দিতে হয়েছিল কুনাল ঘোষ এবং দেবযানী মুখোপাধ্যায়কে।

তবে সারদার তদন্তকারী অফিসার শিলংয়ে থাকায় তিনি আদালতে হাজিরা দিতে পারেননি,যার জেরে শুনানি পিছিয়ে যায়। সুযোগ বুঝে আদালতে নিরাপত্তা বাড়ানোর আর্জি করে ফেলেন কুনাল। বিচারকও তাঁর আবেদনে সম্মতি দিয়ে ডিজিকে কুনাল ঘোষের নিরাপত্তার বাড়ানোর নির্দেশ দিয়ে দেন। এই মামলার পরবর্তী শুনানি ১৪ মার্চ ধার্য করা হয়েছে।

নতুন করে সারদা কেলেঙ্কারির জট খুলতে নেমে শিলংয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষকে তলব করেছিল সিবিআই। সেখানে কোলকাতার নগরপাল রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় কুনাল ঘোষকে। সিবিআইয়ের এই জেরার সম্মুখীন হওয়ার পরই কুনাল দাবী করে তদন্তের খাতিরে অনেক গোপন তথ্য ফাঁস করেছেন তিনি।

এটাকে তিনি নৈতিক জয় বলেই ব্যাখ্যা করেছেন। এরপর কোলকাতার এসে অভিযোগ করেন সিপি রাজীব কুমার জেরার সময় তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এরপরই নিজের বাড়তি নিরাপত্তার দাবী করেন আদালতে। কুনাল ঘোষের এই নয়া আবেদনকে কেন্দ্র রাজ্যরাজনীতিতে ফের গুঞ্জন শুরু হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!