এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রার্থী হতে চেয়ে সিঙ্গুরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু করে দিলেন তাপসী মালিকের বাবা

প্রার্থী হতে চেয়ে সিঙ্গুরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু করে দিলেন তাপসী মালিকের বাবা

সিঙ্গুর থেকে জেলা পরিষদের একটি আসনে তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের মনোনয়ন পত্র পেশের ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের দলীয় কোন্দল প্রকাশ্যে এলো। তৃণমূল সূত্রের খবর অনুযাই এদিন ধনেখালিতে দলের জেলা নেতৃত্ব নির্বাচনে  প্রার্থী মনোনয়নের বিষয়ে বৈঠক করেন। সেখানে মনোরঞ্জন মালিক’কে তাঁর মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করা হয়। কিন্তু বৈঠকের শেষে ধনেখালির বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র দাবি করে বললেন, ”মনোরঞ্জনবাবু মনোনয়ন প্রত্যাহারে রাজি। বোঝাপড়ায় দলে কোনও সমস্যা নেই।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 কিন্তু কথা হচ্ছে যে মনোরঞ্জন মালিককে নিয়ে তিনি জেলা নেতৃত্বের প্রতি কার্যত অভিযোগের সুরে বললেন,”বৈঠকে আমি ছিলাম। মনোনয়ন তুলতে আমাকে চাপ দেওয়া হচ্ছে। সরকারি পদের ইচ্ছা সকলের থাকে। আমি মনোনয়ন প্রত্যাহার করব না। মাস্টারমশাই (বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য) আমার সঙ্গে আছেন।” উল্লেখ্য সিঙ্গুরের ওই আসনে গতবারের জয়ী প্রার্থী পূর্ণিমা ঘোষ এবারেও ঐ একই আসন থেকে মনোনয়নপত্র পেশ করেছেন। তারপরেও মনোরঞ্জন মালিক মনোনয়ন পত্র পেশ করেন। এই বিষয়কে কেন্দ্র করে  বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সাথে সিঙ্গুরের অন্য এক তৃণমূল নেতা বেচারাম মান্নার লড়াই প্রকাশ্যে আসে। দলের জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি সফল হননি। মনোরঞ্জন মালিক বললেন,” আমার উপর জেলা নেতারা যদি জোর করে কিছু চাপিয়ে দেন, আমাকেও অন্য কিছু ভাবতে হবে।” এত কিছুর পরে এদিন জেলার এক বরিষ্ঠ নেতা বললেন, ”দলে কেউই নিয়ম-শৃঙ্খলার ঊর্ধ্বে নন। অযথা জলঘোলা মেনে নেবে না দল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!