এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জেলার শীর্ষনেতৃত্ত্বের সঙ্গে কি দূরত্ত্ব বাড়ছে সৌমিক হোসেনের?

জেলার শীর্ষনেতৃত্ত্বের সঙ্গে কি দূরত্ত্ব বাড়ছে সৌমিক হোসেনের?


মুর্শিদাবাদের প্রাক্তন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মান্নান হোসেনের আকস্মিক মৃত্যুর পর জেলা সভাপতির দায়িত্ত্ব পান বিধায়ক সুব্রত সাহা। স্থানীয় সূত্রে খবর, তারপর থেকেই চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল। একদিকে রয়েছেন জেলা সভাপতি সুব্রত সাহার গোষ্ঠী ও অপরদিকে মান্নান হোসেনের পুত্র সৌমিক হোসেনের গোষ্ঠী। আর যা আরো তীব্র হল দলের প্রতিষ্ঠা দিবসের দিন। দলের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠানে কার্যকরী সভাপতি সৌমিক হোসেন উপস্থিত না থেকে জেলা নেতৃত্বের কয়েকজনকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রোগীদের ফল বিতরণ করে দল ও মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ চাইতে ব্যস্ত থেকেছেন। কিন্তু এরপরই জেলা সভাপতি সুব্রত সাহা সাংবাদিক বৈঠকে প্রতিষ্ঠা দিবসের দিন বিভিন্ন কর্মসূচির উল্লেখ করলেও ফল বিতরণ কর্মসূচির কোনও উল্লেখ করেননি। ফলে দুই শিবিরের বিভাজনটা আরো স্পষ্ট হয়ে গেল দলের প্রতিষ্ঠা দিবসের দিনই। আর এই নিয়ে বিতর্ক চরমে উঠেছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় আগের নির্বাচনগুলোতে সেভাবে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। এখন নতুন করে সেখানে সংগঠন শক্তিশালী করে তুলে পঞ্চায়েতে ভালো ফল করতে চাইছে শাসকদল। কিন্তু দুই শিবিরের এই গোষ্ঠীকোন্দল পঞ্চায়েতের আগে বড়সড় অস্বস্তিতে ফেলে দিল শীর্ষনেতৃত্ত্বকে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!