এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুলকে নিয়ে এবার মুখ খুললেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়

মুকুলকে নিয়ে এবার মুখ খুললেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়

বিজেপিতে যোগ দেবার পর থেকেই তৃণমূলের অনেক শীর্ষ নেতা মুকুল রায় সম্পর্কে মুখ খুললেও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ছিলেন এব্যাপারে সম্পূর্ণ নীরব। বিশ্ব বাংলা, জাগো বাংলা, মা মাটি মানুষ নিয়ে মুকুল রায়ের টানাটানিতেও মুখ খোলেন নি মেয়র। তবে এদিন প্রথমে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক, পরে উলুবেড়িয়ার জনসভায় তৃণমূলকে আক্রমণ করার পর মুকুল রায়কে নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি।
এদিন মুকুল রায়ের নাম না করে মুকুলকে বিঁধে তিনি বলেন যখন একটি পচা ফল ঝুড়িতে থাকে তখন সেই ফলটি ভালো ফলকেও পচিয়ে দেয়। রাখার ঝুঁকি না নিয়ে সেই ফল ফেলে দিতে হয়। পার্থদা সেই জন্যই ঝুড়ি থেকে পচা ফলটিকে তুলে ফেলে দিয়েছেন। কেননা সেই পচা ফল কোনও কাজে লাগে না। মেয়র আরোও বলেন যে তিনি সেই জন্যই সকলকে স্মরণ করিয়ে দিতে চান যে পচা ফলের দিকে কোনওভাবে না তাকিয়ে একজোট হয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাথে বিজেপিকে বিঁধে তিনি বলেন, বিজেপি যতই হইচই করুক, আগামী পঞ্চায়েত নির্বাচনে বসার জায়গা পাবে না। যদিও মুকুল রায় ও বিজেপির তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!